হাছান মাহমুদের শ্বশুরবাড়ি থেকে সরকারি গাছ জব্দ
২৯ আগস্ট ২০২৪ ১৮:২৮ | আপডেট: ২৯ আগস্ট ২০২৪ ১৯:৩৬
চট্টগ্রাম ব্যুরো : ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের শ্বশুরবাড়ি থেকে প্রায় দশ লাখ টাকার সরকারি গাছ জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে ওই বাড়িতে অভিযান চালিয়ে গাছগুলো জব্দ করে স্থানীয় প্রশাসন।
সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক। গত ৫ আগস্ট গণআন্দোলনে সরকারের পতনের পর থেকে তিনি লোকচক্ষুর আড়ালে আছেন।
উপজেলা প্রশাসন ও স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, হাছান মাহমুদের শ্বশুরবাড়ি সুন্দরপুর ইউনিয়নের মাস্টারবাড়িতে বিভিন্ন প্রজাতির সরকারি গাছ জমা করে রাখার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে স্থানীয় সরকার বিভাগের এক প্রকৌশলী সেখানে অভিযান চালান। সেখান থেকে আকাশমণি, মেহগণি, সেগুনসহ বিভিন্ন প্রজাতির গাছের গুঁড়ি জব্দ করা হয়।
গ্রামীণ সড়কের পাশ থেকে স্থানীয় সরকার বিভাগের মালিকানাধীন গাছগুলো সরকার পতনের আগে হাছান মাহমুদের শ্বশুরবাড়ির লোকজন কেটে নিয়ে নিজেদের জিম্মায় রেখেছিল বলে জানা গেছে।
জানতে চাইলে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী সারাবাংলাকে বলেন, ‘বিভিন্ন প্রজাতির প্রায় দশ লাখ টাকার গাছ আমরা জব্দ করেছি। সেগুলো স্থানীয় সরকার বিভাগের মালিকানাধীন গাছ। ব্যক্তিগতভাবে কারও সেই গাছ কেটে নিজের জিম্মায় রাখার কোনো সুযোগ নেই। জব্দের পর গাছগুলো স্থানীয় ইউনিয়ন পরিষদের জিম্মায় রাখা হয়েছে। পরবর্তীতে সেগুলো নিলামে বিক্রি করা হবে।’
সারাবাংলা/আরডি/একে