সুনামগঞ্জে ২ গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, আহত ৪০
২৯ আগস্ট ২০২৪ ১৬:৩০ | আপডেট: ২৯ আগস্ট ২০২৪ ১৯:৩৭
সুনামগঞ্জ: সুনামগঞ্জের দিরাইয়ে জমি সংক্রান্ত জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ৪০ জন।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে রফিনগর ও মির্জাপুর দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেজুয়ান ও মির্জাপুর গ্রামের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীরের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ ছিল। সেই বিরোধের জেরে বৃহস্পতিবার সকালের দিকে দুই গ্রামের মানুষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ ঘটনায় একজন নিহত হন ও ৪০ জন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, জমি-জায়গা সংক্রান্ত বিরোধের জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত হয়েছেন। তার পরিচয় আমরা শনাক্ত করার চেষ্টা করছি। তবে দুই গ্রামে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি শান্ত আছে।
সারাবাংলা/এনইউ