বন্যার্তদের ৯৮ লাখ টাকা দিচ্ছে আইআরডি-এনবিআরের কর্মচারীরা
২৯ আগস্ট ২০২৪ ১৫:৫৪
ঢাকা: বন্যার্তদের সহয়তায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে একদিনের বেতন সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি), জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও জাতীয় সঞ্চয় অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীরা।
এ সব প্রতিষ্ঠানের আওতাধীন দফতর-সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতন মোট ৯৮ লাখ ৯৪ হাজার টাকা।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মুমেন এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্ততি জানানো হয়, ভয়াবহ বন্যায় নিদারুণ ক্ষতিগ্রস্থ সাধারণ জনতাকে সহায়তা করার লক্ষ্যে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ড এবং জাতীয় সঞ্চয় অধিদফতরের আওতাধীন সকল দফতর-সংস্থায় কর্মরত সকল কর্মচারী তাদের একদিনের বেতন মোট ৯৮ লাখ ৯৪ হাজার টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দান করার সিদ্ধান্ত নিয়েছেন। ওই অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলের ব্যাংক হিসাবে জমা দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।
সারাবাংলা/ইএইচটি/ইআ