Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএসইসির শুভেচ্ছাদূতের তালিকা থেকে বাদ পড়লেন সাকিব

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ আগস্ট ২০২৪ ২৩:২৯ | আপডেট: ২৯ আগস্ট ২০২৪ ০৯:৫১

ঢাকা: পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) শুভেচ্ছাদূতের তালিকা থেকে ক্রিকেটার সাকিব আল হাসানকে বাদ দেওয়া হয়েছে।

বুধবার (২৮ আগস্ট) বিএসইসির কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ২০১৭ সাল থেকে সংস্থাটির শুভেচ্ছাদূত ছিলেন সাকিব।

বিএসইসি জানিয়েছে, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসানকে ২০১৭ সালে বিএসইসির ‘দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রমে’র শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত করা হয়। ওই বছরের অক্টোবরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে আয়োজিত বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়। ওই সময় বিএসইসির চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন এম খায়রুল হোসেন।

পরে ২০২০ সালে নেতৃত্ব বদল হয়ে অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নেতৃত্বে বিএসইসি পুনর্গঠন করা হয়। তবে ওই সময়ও সাকিব আল হাসানকে শুভেচ্ছাদূত হিসেবে বহাল রাখা হয়। শিবলী রুবাইয়াতের সময়ে পুঁজিবাজারের একজন আলোচিত বিনিয়োগকারী হিসেবেও আত্মপ্রকাশ ঘটে সাকিব আল হাসানের।

সারাবাংলা/জিএস/টিআর

টপ নিউজ বিএসইসি শুভেচ্ছাদূত সাকিব আল হাসান

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর