Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

থানায় হামলা: চট্টগ্রামে আরও ২ মামলায় আসামি ২৮ হাজার

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ আগস্ট ২০২৪ ২০:১৭ | আপডেট: ২৮ আগস্ট ২০২৪ ২২:২১

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে বিভিন্ন থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আরও দু’টি মামলা হয়েছে। মামলায় ২৮ হাজার জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) রাতে নগরীর ডবলমুরিং ও হালিশহর থানায় পুলিশের পক্ষ থেকে নতুন করে মামলা দু’টি দায়ের করা হয়।

এর আগে, গত ২২ আগস্ট থেকে ২৪ অগাস্ট পর্যন্ত নগরীর কোতোয়ালি, আকবরশাহ, ইপিজেড, পতেঙ্গা, সদরঘাট ও পাহাড়তলী থানায় পুলিশের পক্ষ থেকে একাধিক মামলা করা হয়েছে। এ সব মামলায় আসামির সংখ্যা এক লাখ ছাড়িয়েছে।

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি-মিডিয়া) কাজী তারেক আজিজ সারাবাংলাকে জানান, গত ৫ আগস্ট নগরীর বিভিন্ন থানার পাশাপাশি ডবলমুরিং ও হালিশহর থানায়ও হামলা-ভাঙচুর করা হয়। এ ছাড়া থানা থেকে অস্ত্র লুট ও অগ্নিসংযোগও করা হয়। এসব ঘটনায় ডবলমুরিং থানার উপ পরিদর্শক (এস আই) ইমাম হোসেন বাদী হয়ে ১০ থেকে ১২ হাজার জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেছেন।

অন্যদিকে, হালিশহর থানার এসআই তৌফিকুল ইসলাম ১৫ থেকে ১৬ হাজার জনকে অজ্ঞাত আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছেন।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগের পর চট্টগ্রাম নগরীর ১১টি থানা আক্রান্ত হয়। আগুন দেওয়া হয় আটটি থানায়। ছয়টি থানা থেকে লুট করে নেওয়া হয় অস্ত্র। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কোতোয়ালি, পতেঙ্গা, ইপিজেড, সদরঘাট ও ডবলমুরিং থানা।

সারাবাংলা/আইসি/পিটিএম

চট্টগ্রাম টপ নিউজ মামলা

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর