Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে আহত মা ও নবজাতকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ আগস্ট ২০২৪ ১৭:২৮ | আপডেট: ২৮ আগস্ট ২০২৪ ১৯:৫২

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় একটি বাসায় দুবৃত্তের ছুরিকাঘাতে আহত সীমা আক্তার (২২) ও তার নবজাতক সন্তান মারা গেছে।

বুধবার (২৮ আগস্ট) বিকেল সোয়া ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে যাত্রাবাড়ি শহিদ জিয়া স্কুল এন্ড কলেজের পিছনে নিহতের বাবার বাসায় ঘটনাটি ঘটে।

মৃত সীমার ভাই মো. নাসির বলেন, সীমা তার স্বামী জুয়য়েলকে নিয়ে শহীদ জিয়া স্কুল অ্যান্ড কলেজের পেছনে আমাদের বাসার কাছাকাছি ভাড়া থাকে। সীমার আবির (৪) নামে আরও একটি সন্তান আছে। জুয়েল যাত্রাবাড়ী মোড়ে ফলের ব্যবসা করে। মাঝেই মাঝেই আমাদের বাসায় আসত। গতকালকেই আমাদের বাসায় আসে।

তিনি আরও জানান, গত রাতে এক যুবক ছুরি হাতে বাসার ভেতরে ঢুকে। সেসময় সীমা ও তার চার বছরের সন্তান বাসায় ছিল। ওই যুবক কিছু না বলেই ছুরি নিয়ে সীমার দিকে তেড়ে যায়। তখন সীমা বলে আমাকে মারবেন না, আমার পেটে সন্তান আছে। সীমার কথা কর্ণপাত না করেই পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তবে ওই যুবককে চিনতে পারেনি সীমা।

পরে খবর পেয়ে রাতেই সীমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই সীমাকে সিজার করেন চিকিৎসকেরা। সীমার ছেলে সন্তান হয়, তবে বুকে ছুরিকাঘাতের চিহ্ন দেখা যায়। তখন চিকিৎসকেরা নবজাতকটিকে আইসিইউতে নিতে বলে। অন্য হাসপাতালে নিতে নিতে রাতেই মারা যায় নবজাতকটি। পরে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার মারা যায় সীমা।

সীমার স্বামী মো. জুয়েল জানান, আমাদের কোনো শত্রু নাই। কেন আমার স্ত্রী সন্তানকে মেরে ফেলল। আমার স্ত্রী বারবার বলছে তার পেটে বাচ্চা আছে মেরো না। তবুও আমার স্ত্রীকে ছাড়ে নাই। আমি এর বিচার চাই।

বিজ্ঞাপন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, যাত্রাবাড়ী থেকে ছুরিকাঘাতে আহত এক অন্তঃসত্ত্বা নারীকে ভর্তি করেন স্বজনেরা। রাতেই সিজারের মাধ্যমে ডেলিভারি করা হয়। তবে শিশুটি মারা যায়। আর চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার বিকেলে মারা যায় নবজাতকের মা সীমা আক্তার। তার পেটে ছুরিকাঘাত রয়েছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/ইআ

ছুরিকাঘাতে আহত টপ নিউজ মা ও নবজাতকের মৃত্যু

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর