Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ আগস্ট ২০২৪ ১৫:৪৭

ফাইল ছবি

বরিশাল: ঝালকাঠির নলছিটিতে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রিয়াদ তালুকদার (২৪) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পিয়াল (২২) নামে আরও একজন। তিনি ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বুধবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বরইতলা এলাকার বরিশাল-ঝালকাঠি মহাসড়কে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বরইতলা এলাকায় ঝালকাঠিগামী একটি ট্রাকের সঙ্গে বরিশালগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেল চালক ও আরোহী গুরুতর আহত হন। পরে ঘটনাস্থল থেকে স্থানীয়দের সহায়তায় আহত দুইজনকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রিয়াদ তালুকদারকে মৃত ঘোষণা করেন।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী এ বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/ইআ

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ নিহত ১

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর