ইউটিউবার রাফসানকে ১৬ লাখ টাকা জরিমানা
২৮ আগস্ট ২০২৪ ১৪:৩০ | আপডেট: ২৮ আগস্ট ২০২৪ ১৪:৫৪
ঢাকা: অনুমোদনহীন কোমল পানীয় ‘ব্লু’ বাজারজাত করায় ইউটিউবার ইফতেখার রাফসান ওরফে রাফসান দ্য ছোট ভাইকে ১৬ লাখ টাকা জরিমানা করেছে বিশুদ্ধ খাদ্য আদালত।
একইসঙ্গে অনুমোদনহীন ড্রিংকস ‘ব্লু’ সাতদিনের মধ্যে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (২৮ আগস্ট) বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আলাউল আকবর এ আদেশ দেন। এ সময় প্রায় দেড় ঘণ্টা আদালতে দাঁড়িয়ে ছিলেন রাফসান।
কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই “ব্লু” নামের পানীয়টি বাজারজাত করার অভিযোগে তার বিরুদ্ধে এ মামলা হয়।
ব্লু ড্রিংকস পানীয়টি অনুমোদনহীন হওয়ায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ক্ষমতাপ্রাপ্ত খাদ্য পরিদর্শক মো. কামরুল হাসান এ মামলা করেন। সেই পরিপ্রেক্ষিতে গত ১৩ জুন আদালত রাফসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এ মামলায় ইফতেখার রাফসান গত ২৬ জুন আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে আগাম জামিন পান তিনি।
সারাবাংলা/কেআইএফ/ইআ