Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির অবনতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ আগস্ট ২০২৪ ১২:৩৭ | আপডেট: ২৮ আগস্ট ২০২৪ ১৬:২১

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতি অবনতিতে বিপর্যয়ের মধ্যে রয়েছে মানুষ। এদিকে বৃষ্টি থামছে না, পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে প্রায় সাত লাখ ২৩ হাজার মানুষ। নতুন করে বেশ কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। আশ্রয় কেন্দ্রগুলোতেও ঠাঁই নেই।

বন্যাকবলিত সদরের মান্দারী, দত্তপাড়া, দিঘলী, বাঙাখাসহ বেশ কয়েকটি ইউনিয়ন ঘুরে দেখা গেছে, বন্যার ভয়াবহ চিত্র। ইউনিয়নগুলোর রাস্তা ঘাট প্রায় ৮০ ভাগ ডুবে গেছে। কোথাও হাঁটু পরিমাণ কোথাও কোমর বা বুক পরিমাণ পানি। এছাড়া খাদ্য ও সুপেয় পানির অভাব তো আছেই। দুর্গত এলাকাগুলোতে ত্রাণ বিতরণ জরুরি হয়ে পড়েছে।

বিজ্ঞাপন

এদিকে প্রশাসনের পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বিএনপি-জামায়াত, সেচ্ছাসেবী সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন গুলো বন্যার্তদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছে।

জেলা প্রশাসক সুরাইয়া জাহান বলেন, সবাই মিলে বন্যা মোকাবিলা করতে হবে, জেলায় বর্তমানে সাত লাখ ২৩ হাজার মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছে। এ পর্যন্ত আশ্রয় কেন্দ্রে ২৮ হাজার ৪০০ মানুষ আশ্রয় নিয়েছে। বন্যা দুর্গত এলাকার বাসিন্দাদের জন্য সরকার ইতোমধ্যে ৫০০ মেট্রিক টন চাল এবং নগদ ১০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

এছাড়া শিশু খাদ্যের জন্য পাঁচ লাখ ও গো-খাদ্যের জন্য পাঁচ লাখ টাকা বরাদ্ধ দিয়েছে সরকার। আজ পর্যন্ত ৭৮৯ মেট্রিকটন চাল এবং নগদ টাকার শুকনো খাবার ও রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, বন্যা কবলিত এলাকায় জন্য এ বরাদ্দ পর্যাপ্ত নয়। এ জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আরও ১৫০০ মেট্রিক টন চাল এবং নগদ ৩০ লাখ টাকার চাহিদা পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইআ

বন্যা পরিস্থিতি অবনতি লক্ষ্মীপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর