ইরানি হামলা থেকে ইসরাইলকে রক্ষার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২৮ আগস্ট ২০২৪ ১১:৫১ | আপডেট: ২৮ আগস্ট ২০২৪ ১৭:২৯
ফিলিস্তিন-ইসরাইলের চলমান অবস্থার মধ্যে মাসখানেক আগে ইরানে ইসরাইলি হামলায় হন হামাস নেতা ইসমাইল হানিয়া। ইরান ওই হামলার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে। এই পরিস্থিতিতে ইরানের হামলা থেকে যুক্তরাষ্ট্র ইসরাইলকে রক্ষা করবে বলে ঘোষণা দিয়েছে হোয়াইট হাউস।
এছাড়া ইসরাইলের বিরুদ্ধে ইরানি আক্রমণের সম্ভাবনা নিয়ে ভবিষ্যদ্বাণী করা কঠিন বলেও মন্তব্য করা হয়েছে।
মঙ্গলবার (২৭ আগস্ট) রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যেকোনো ধরনের ইরানি হামলা থেকে ইসরাইলকে রক্ষা করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি। এছাড়া গাজা যুদ্ধবিরতি চুক্তির ব্যাপারেও যুক্তরাষ্ট্র আশাবাদী বলে জানিয়েছেন তিনি।
কিরবি ইসরাইলের একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, তেহরানের হামলার সম্ভাবনা নিয়ে ভবিষ্যদ্বাণী করা কঠিন কিন্তু ইরানের বক্তব্য-বিবৃতিকে গুরুত্ব সহকারে নেয় হোয়াইট হাউস।
তিনি বলেন, আমরা বিশ্বাস করি, তারা যদি সেটা করতে চায় তাহলে তারা এখনো আক্রমণ চালাতে প্রস্তুত, যে কারণে আমাদের এই অঞ্চলে বাড়তি সামরিক শক্তি মোতায়েন রয়েছে।
হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি আরও বলেন, ইরানের প্রতি আমাদের বার্তা দৃঢ়, এটি দৃঢ় ছিল এবং থাকবে। প্রথমত, এটা (ইসরাইলে হামলা) করবেন না। পরিস্থিতি আরও উত্তপ্ত করার কোনো কারণ নেই। সম্ভাব্য কোনো ধরনের আঞ্চলিক যুদ্ধ শুরু করারও কোনো কারণ নেই। দ্বিতীয়ত, আমরা ইসরাইলকে রক্ষা করতে প্রস্তুত যদি তাদের ওপর হামলা হয়।
সারাবাংলা/ইআ