Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নড়াইলে সাবেক এমপিসহ ৯৮ জনের নামে বিস্ফোরক মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ আগস্ট ২০২৪ ২২:৪২

নড়াইল: নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তি ও কালিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান খান শামীমুর রহমানসহ আওয়ামী লীগের ৯৮ জনের নাম উল্লেখ করে বিস্ফোরক আইনে একটি মামলা হয়েছে। এ মামলায় অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে।

সোমবার (২৬ আগস্ট) রাতে কালিয়া উপজেলার নড়াগাতি থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক বিশ্বাস নওশের আলী বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। উপজেলার নড়াগাতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তাফিজুর রহমান মামলার সত্যতা নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

মামলার অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন- কেন্দ্রীয় যুব লীগের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক কাজী সরোয়ার হোসেন, উপজেলার নড়াগাতি থানা আওয়ামী লীগের সভাপতি সালাউদ্দিন বশির, সাধারণ সম্পাদক ও সাবেক বাঐসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মো. ফোরকান মোল্যা।

এজাহার সূত্রে জানা যায় , সাবেক সংসদ সদস্য বিএম কবিরুল হক মুক্তিসহ অন্যান্য আসামিরা ১৫ আগস্ট সন্ধ্যার দিকে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র, শর্টগান, বন্দুক, হাতবোমাসহ জনতাবদ্ধ হয়ে কালিয়া উপজেলার নড়াগাতি থানার পহরডাঙ্গা ইউনিয়নের বাগুডাঙ্গা এলাকায় বেআইনি সমাবেশ করে। এতে বিএনপির নেতা-কর্মীসহ এলাকায় জনমনে ভীতি সঞ্চার করে। এ ছাড়া বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকার পতনের জন্য সরকারবিরোধী মিছিল সহকারে বিশৃঙ্খলা সৃষ্টি করে বিএনপির নেতাকর্মীদের এবং এলাকার মানুষের মালামাল লুটপাটের চেষ্টা করে। অপরদিকে, তাদের খুন জখমের হুমকি দেয় তারা। জনমনে ত্রাস সৃষ্টির জন্য হাতবোমার বিস্ফোরণ ঘটায়। শর্টগান ও বন্দুক থেকে গুলি ছুড়ে জনমনে আতঙ্কের সৃষ্টি করে।

বিজ্ঞাপন

উপজেলার নড়াগাতি থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ‘বিস্ফোরক আইনে সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যানসহ ৯৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৫০-৬০ জনকে আসামি করে একটি মামলা হয়েছে। এ মামলায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। তবে আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

সারাবাংলা/পিটিএম

নড়াইল বিস্ফোরক আইন মামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর