Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপি অফিসের সামনে ঘোরাঘুরি, ‘যুবলীগ ক্যাডার’ গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ আগস্ট ২০২৪ ২১:১১

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে বিএনপি কার্যালয়ের সামনে থেকে হত্যা মামলার আসামি এক ‘যুবলীগ ক্যাডারকে’ গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেলে নগরীর নুর আহমদ সড়কে নগর বিএনপির কার্যালয় নাসিমন ভবনের সামনে থেকে তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় জনতা।

গ্রেফতার জাবেদ খানের বাসা নগরীর খুলশী থানার নিউ ঝাউতলা কলোনিতে। যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত জাবেদ বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হত্যাকাণ্ডের ঘটনায় গত ২১ আগস্ট নগরীর চান্দগাঁও থানায় দায়ের হওয়া এক মামলার ২১৯ নম্বর আসামি বলে জানা গেছে।

চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল কবীর সারাবাংলাকে বলেন, ‘বিএনপি কার্যালয়ের সামনে জাবেদ ঘোরাফেরা করছিল। স্থানীয় জনতার সন্দেহ হলে তারা তাকে আটকে ফেলে। পরিচয় নিশ্চিত হওয়ার পর থানায় খবর দিলে আমরা গিয়ে গ্রেফতার করে নিয়ে আসি। তার বিরুদ্ধে চান্দগাঁও থানায় হত্যা মামলা আছে।’

‘যুবলীগ ক্যাডার’ হিসেবে পরিচিত জাবেদের বিরুদ্ধে নগরীর খুলশী এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের অভিযোগ আছে।

সারাবাংলা/আরডি/পিটিএম

গ্রেফতার যুবলীগ ক্যাডার

বিজ্ঞাপন

রিয়েলি এবার রিয়েলিই খুশি
১০ জানুয়ারি ২০২৫ ১০:০০

আরো

সম্পর্কিত খবর