Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যাংক ও আর্থিক খাতের এমডিদের বিদেশ যেতে অনুমতি লাগবে না

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ আগস্ট ২০২৪ ২০:৩০ | আপডেট: ২৮ আগস্ট ২০২৪ ০৩:৩০

ঢাকা: দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বা প্রধান নির্বাহী কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে বিধিনিষেধ শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে আর্থিক প্রতিষ্ঠানের এমডিদের বিদেশ ভ্রমণে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি লাগবে না।

মঙ্গলবার (২৭ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এ সংক্রান্ত এক নির্দেশনা দিয়েছে। এর আগে, গত বৃহস্পতিবার অপর এক নির্দেশনায় বাণিজ্যিক ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বা প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) বিদেশ ভ্রমণে শিথিলতা আনে বাংলাদেশ ব্যাংক। ফলে কোনো ব্যাংকের এমডি বা সিইও বিদেশ ভ্রমণে যেতে চাইলে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি লাগবে না।

বিজ্ঞাপন

সব আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী বরাবর পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, ‘আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তার অতি প্রয়োজনে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে পরিচালনা পর্ষদ বা যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে ব্যাংকের নিজস্ব ভ্রমণ নীতিমালা অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়াই বিদেশ ভ্রমণ করতে পারবেন।’

নির্দেশনায় আরও বলা হয়, ‘এক্ষেত্রে এমডির দেশ ত্যাগের ১০ কর্মদিবস পূর্বে তার ভ্রমণের ক্ষেত্রে তার অনুপস্থিত সময়কালে তার স্থলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নাম, পদবি, দাফতরিক ফোন, সেলফোন নম্বর ও ই- মেইল ঠিকানা বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগকে লিখিতভাবে অবহিত করতে বলা হলো।’

উল্লেখ্য, গত ২৭ ফেব্রুয়ারির এক প্রজ্ঞাপনে বাংলাদেশ ব্যাংক জানিয়েছিল, ব্যাংকের এমডি বা সিইও বিদেশ ভ্রমণ অতি জরুরি হলে দেশের বাইরে যাওয়ার ১০ কর্মদিবস আগে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন নিতে আবেদন করতে হবে। একই নির্দেশনা দেওয়া হয় আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রেও।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/পিটিএম

এমডি টপ নিউজ বাংলাদেশ ব্যাংক

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর