Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোরে কাভার্ডভ্যানের ধাক্কায় যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ আগস্ট ২০২৪ ১৯:৫৮

যশোর: যশোরে কাভার্ডভ্যানের ধাক্কায় মাসুদ রানা (১৮) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় কোতোয়ালি পুলিশ ঘাতক কাভার্ডভ্যান আটক করলেও চালক পালিয়ে যায়।

মঙ্গলবার (২৭ আগস্ট) সকালে শহরের কেন্দ্রীয় কারাগারের মোড়ে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত রানা শহরের জেলরোড পুরাতন ট্যাক্সি স্ট্যান্ড এলাকার বজলুর রহমানের ছেলে ও কাঠেরপুল এলাকার সোহাগের মাংসের দোকানের কর্মচারী।

নিহতের পিতা বজলুর রহমান জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে বাড়ি থেকে বের হয়ে মাংসের দোকানে যাচ্ছিল। পথে কেন্দ্রীয় কারাগারের মোড়ে পৌঁছলে ঢাকা থেকে বেনাপোলগামী মালবোঝাই কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এ সময় রানা রাস্তার উপরে ছিটকে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে স্থানীয় লোকজন পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে দুই বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ কাভার্ডভ্যান আটক করলেও চালক পালিয়ে যায়।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আসিফুর রহমান জানান, সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা সড়ক দুর্ঘটনায় নিহত রানা নামে এক যুবকের মৃতদেহ জরুরি বিভাগে নিয়ে আসেন। পরে লাশ মর্গে পাঠানো হয়।

যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, কাভার্ডভ্যানের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। ড্রাইভার পালিয়েছেন।

সারাবাংলা/পিটিএম

কাভার্ডভ্যান ধাক্কা নিহত

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর