৭ দিনের মধ্যে সিডিএ চেয়ারম্যানের পদত্যাগ দাবি
২৭ আগস্ট ২০২৪ ১৮:৫৩ | আপডেট: ২৭ আগস্ট ২০২৪ ২০:০৭
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছকে সাত দিনের মধ্যে পদত্যাগ করার দাবি জানানো হয়েছে চট্টগ্রামের এক সমাবেশ থেকে।
মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে সিডিএ ভবনের সামনে বৈষম্যবিরোধী চট্টগ্রাম নামে একটি সংগঠনের উদ্যেগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তারা এ দাবি জানান।
সমাবেশ বক্তারা বলেন, গত ৪ আগস্ট নিউমার্কেট এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সিডিএ বোর্ড মিটিং থেকে ছাত্রদের ওপর গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন মোহাম্মদ ইউনুছ। এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও জলাবদ্ধতা নিরসন প্রকল্পের নামে ৫০ কোটি টাকা বরাদ্দ নিয়ে নিজের পকেট ভারি করেছেন তিনি। একইসঙ্গে গত ১৫ দিনে সিডিএর বিভিন্ন কর্মকর্তাদের ব্যাংক একাউন্টে ১০০ কোটি টাকা ভাগ-বাটোয়ারা হয়েছে।
বিক্ষোভকারীরা বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনার দ্বায়িত্ব নেওয়ার পর থেকে চট্টগ্রামের প্রায় প্রতিটি সরকারি দফতর থেকে আওয়ামী লীগের নিয়োগপ্রাপ্তদের সরানো হয়। কিন্তু এখনো সিডিএ চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ রয়ে গেছেন। মোহাম্মদ ইউনুছ ব্যাক ডেটে চেক সই করে অর্থ লুটপাট করেছে। তাই আমাদের দাবি একটাই, দুর্নীতিবাজ চেয়ারম্যানকে পদত্যাগ করতে হবে। এক সপ্তাহের মধ্যে যদি তিনি পদত্যাগ না করেন তাহলে আমরা কঠোর আন্দোলনে যাব।
এরপর বিক্ষোভকারীরা সিডিএ সচিব রবীন্দ্র চাকমার কাছে স্মারকলিপি জমা দেন। এ সময় তারা ‘অবৈধ চেয়ারম্যান মানি না, মানব না; দফা এক দাবি এক, চেয়ারম্যানের পদত্যাগ; দুর্নীতিবাজদের গালে গালে, জুতা মারো তালে তালে’- এ ধরনের বিভিন্ন স্লোগান দেন।
সারাবাংলা/আইসি/পিটিএম