Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিয়োগবিধির গেজেট প্রকাশসহ ৩ দাবি পরিবার পরিকল্পনা পরিদর্শকদের

সিনিয়র করেসপন্ডেন্ট
২৭ আগস্ট ২০২৪ ১৭:২২

ঢাকা: নিয়োগবিধির গেজেট প্রকাশসহ তিন দফা দাবি জানিয়েছে পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যান সহকারীরা। আগামী ১৫ কর্মদিবসের মধ্যে এসব দাবি মানা না হলে কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তারা।

মঙ্গলবার (২৭ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে পরিবার পরিকল্পনা অধিদফতরাধীন পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীর নিয়োগবিধি আদায়ের লক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যান সহকারীদের পক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যান সহকারীদের পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মো. সোহেল রানা।

তিনি বলেন, আমাদের চাকরির শুরু থেকে আজ পর্যন্ত কোনো নিয়োগ বিধি না থাকার কারণে সকল কর্মচারী সব ধরনের পদোন্নতি বা আর্থিক সুবিধা থেকে বঞ্চিত। যে পদে নিয়োগ সে পদে থেকেই বিদায় নিতে হয়। এমন মর্মান্তিক বিষয়ে বারবার কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাৎ বা আবেদন করলেও তারা আশ্বাসের পর আশ্বাস দিয়ে যুগের পর যুগ কাটিয়ে দিয়েছে। জনসংখ্যা নিয়ন্ত্রণ, মাতৃ-মৃত্যুরোধ, মা ও শিশু স্বাস্থ্য, কিশোর কিশোরী সেবায় একনিষ্ঠভাবে নিয়োজিত এই সমাজ গড়ার কারিগররা আজ বৈষম্যের যাতাকলে পিষ্ঠ হয়ে দেয়ালে পিঠ ঠেকেছে।

তিনি আরও বলেন, আগামী ১৫ কর্মদিবসের মধ্যে এসব দাবি মানা না হলে রিপোর্ট বন্ধ ও কর্মবিরতিসহ পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

তাদের দাবিগুলো হচ্ছে-

১. শিক্ষাগত যোগ্যতা উন্নয়নসহ পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যান সহকারীদের প্রস্তাবিত নিয়োগবিধি গেজেট প্রকাশ করতে হবে,

বিজ্ঞাপন

২. পরিবার পরিকল্পনা পরিদর্শক থেকে সহকারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং পরিবার কল্যান সহকারী তেকে পরিবার পরিকল্পনা পরিদর্শক, উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী পদে ধারাবাহিকভাবে পদোন্নতির ব্যবস্থা করতে হবে এবং

৩. নিয়োগ বিধির গেজেট প্রকাশ করার আগ পর্যন্ত সহকারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিবার কল্যান সহকারী পদে সব ধরণের নিয়োগ, পদোন্নতি এবং পদায়ন বন্ধ করতে হবে।

সারাবাংলা/ইএইচটি/ইআ

পরিবার পরিকল্পনা পরিদর্শক