Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘প্রতিবিপ্লব রুখতে কঠোর হোন’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ আগস্ট ২০২৪ ১৭:০৮

ঢাকা: ছাত্র-জনতার বিপ্লবের বিরুদ্ধে প্রতিবিপ্লব রুখতে প্রধান উপদেষ্টাকে ‘কঠোর’ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উদ্যোগে সংগঠনটির প্রয়াত আহ্বায়ক রফিকুল ইসলাম মাহতাবের স্মরণে এ আলোচনা সভা হয়।

বিজ্ঞাপন

হাফিজ বলেন, ‘বিপ্লব যেন পথ হারিয়ে না ফেলে। উপদেষ্টা পরিষদে যারা আছেন, আপনারা বিপ্লবকে ধারণ করুন। বিপ্লবের মর্মকথা উপলব্ধি করে প্রতিবিপ্লবকে নস্যাৎ করার জন্য যা কিছু করা প্রয়োজন তাই করুন। এই বিপ্লব সফল পরিণতির দিকে যাক, আমরা এটাই চাই। আপনি (প্রধান উপদেষ্টা) শক্ত হোন, নিজেকে দুর্বল ভাববেন না। বাংলাদেশের জনতা আপনার সঙ্গে আছে। সুতরাং কোনো দুর্বৃত্ত যাতে বাংলাদেশ অধিকার করতে না পারে, সেজন্য আপনি ভূমিকা রাখবেন। বিপ্লবী চরিত্র গ্রহণ করে বিপ্লবীর মতো বাংলাদেশের সেবা করবেন, এটাই আমরা আশা করি।’

তিনি বলেন, ‘ছাত্র-জনতার বিপ্লবের বিরুদ্ধে প্রতিবিপ্লব রুখতে সকলকে সর্তক থাকতে হবে। ভবিষ্যতে কেউ যদি প্রতিবিপ্লব করতে চায়, ভারতে আশ্রয় গ্রহণকারী আওয়ামী লীগ নেত্রী (শেখ হাসিনা) ও পতিত সরকারের সদস্যরা এই বিপ্লবের বিরুদ্ধে প্রতিবিপ্লব করতে গেলে বর্তমান সরকারের উচিত হবে প্রথমে বিডিআর (বিজিবি) ডাকা, বিডিআর না পারলে সেনাবাহিনীকে ডাকা।’

হাফিজ বলেন, ‘আমরা প্রত্যেকটি বাহিনীর আসল চরিত্র দেখতে চাই। তারা কি জনগণের পক্ষে না জনগণের বিপেক্ষ, তা আমরা দেখতে চাই। কোন সাহসে আনসার বাহিনী সচিবালয়ের দেয়াল টপকিয়ে উপদেষ্টাদের এবং সরকারি কর্মকর্তাদের ঘেরাও করার সাহস দেখায়। তবে কি বিপ্লব অসম্পূর্ণ? অসম্পূর্ণ হলে আবারো আমরা সকলে মিলে প্রতিবিপ্লবের চেষ্টাকে ব্যর্থ করে দেব।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদের কাছে আমাদের অনুরোধ হলো এদেশের জনগণের স্টেকহোল্ডার হলো পলিটিক্যাল পার্টিগুলো। যদি গণতন্ত্র চান পলিটিক্যাল পার্টিগুলোর সাথে কথা বলুন। সংসদে অতীতে প্রতিনিধিত্ব আছে এই ধরনের রাজনৈতিক দলের সাথে দ্রুত আলাপ করুন। তাদের কাছ থেকে সুপারিশ গ্রহণ করুন।’

সারাবাংলা/এজেড/একে

প্রতি বিপ্লব বিএনপি বিপ্লব মেজর হাফিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর