Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘পাহাড়ে শান্তি ফেরাতে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করা দরকার’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ আগস্ট ২০২৪ ১৭:২৬ | আপডেট: ২৬ আগস্ট ২০২৪ ২১:৫০

বান্দরবান: পাহাড়ে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করা দরকার বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

সোমবার (২৬ আগস্ট) সকালে বান্দরবান সার্কিট হাউজে সরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ে শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

পর্যটন স্পট পুরোপুরি খুলে দেওয়া ও পর্যটকদের অবাদে চলাচলের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পার্বত্য উপদেষ্টা বলেন, ‘পার্বত্য এলাকায় নিরাপত্তা দায়িত্বে নিয়োজিতদের সঙ্গে আলাপ-আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

এ ছাড়াও তিনি কেএনএফবিরোধী অভিযানে গ্রেফতার নারী ও যুবকদের জামিন এবং ছাড়ার বিষয়ে আইনগত ব্যপারগুলো খতিয়ে দেখা হবে বলেও জানান।

এ সময় বান্দরবানের জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন, পুলিশ সুপার সৈকত শাহিনসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/পিটিএম

টপ নিউজ পাহাড় বন্‌ধ শান্তি সন্ত্রাসী কর্মকাণ্ড

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর