জাসদ সভাপতি হাসানুল হক ইনু গ্রেফতার
২৬ আগস্ট ২০২৪ ১৭:০৬ | আপডেট: ২৬ আগস্ট ২০২৪ ১৯:২৮
ঢাকা: রাজধানীর উত্তরা থেকে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেকমন্ত্রী হাসানুল হক ইনুকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২৬ আগস্ট) বিকেলে বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিবির গুলশান বিভাগের উপকমিশনার কাজী জিয়া উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ইনুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। যেকোনো একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে।
সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অন্যতম নেতা ছিলেন। এর আগে, ২০১৪ থেকে ২০১৯ মেয়াদে আওয়ামী লীগ সরকারের তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।
উল্লেখ্য, ছাত্র-জনতার গণ আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সরকারের পতনের পর শেখ হাসিনাসহ সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতাকর্মীদের নামে দেশের বিভিন্ন স্থানে হত্যাসহ বিভিন্ন মামলা হয়।
মামলায় ১৪ দলের নেতা রাশেদ খান মেনন ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুকেও আসামি করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার সদস্যদের নামে গণহত্যার অভিযোগে মামলা হয়েছে। ইতোমধ্যে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে গ্রেফতার করেছে পুলিশ।
সারাবাংলা/ইউজে/পিটিএম