Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সচিবালয়ে ছাত্রদের ওপর হামলা, আনসারদের বিরুদ্ধে ৩ মামলা

সিনিয়র করেসপন্ডেন্ট
২৬ আগস্ট ২০২৪ ১৬:২৮ | আপডেট: ২৬ আগস্ট ২০২৪ ১৭:৩৬

ঢাকা: সচিবালয়ে শিক্ষার্থীদের ওপর আনসার সদস্যের হামলার ঘটনায় রাজধানীর শাহবাগ, পল্টন ও রমনা থানায় তিনটি মামলা হয়েছে। হামলায় ৪০ শিক্ষার্থী আহত হয়েছেন। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (২৬ আগস্ট) ডিএমপির মিডিয়া বিভাগ থেকে জানানো হয়, শাহবাগ থানার মামলায় ১৭৯ জন, রমনায় ৮৫ জন এবং পল্টনে ৯৫ জন আনসার সদস্যকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ।

ডিএমপি জানায়, তিন মামলায় অন্তত পাঁচ হাজার জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এদিকে, গ্রেফতার আনসার সদস্যদের আদালতে নেওয়া হয়েছে।

সারাবাংলা/ইউজে/পিটিএম

আনসার টপ নিউজ মামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর