পাকিস্তানে গাড়ি থামিয়ে ২২ জনকে হত্যা
আন্তর্জাতিক ডেস্ক
২৬ আগস্ট ২০২৪ ১৩:২১ | আপডেট: ২৬ আগস্ট ২০২৪ ১৭:৩৬
২৬ আগস্ট ২০২৪ ১৩:২১ | আপডেট: ২৬ আগস্ট ২০২৪ ১৭:৩৬
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বন্দুকধারীরা কমপক্ষে ২২ জনকে হত্যা করেছে। সেখানে বিভিন্ন গাড়ি থেকে তাদেরকে জোরপূর্বক নামিয়ে আনার পর জাতিগত পরীক্ষা করে হত্যা করা হয়।
সোমবার (২৬ আগস্ট) দেশটির সরকারি কর্মকর্তারা এ জানিয়েছেন।
বেলুচিস্তানের মুসাখাইল জেলার সিনিয়র কর্মকর্তা নজিবুল্লাহ কাকার এএফপিকে বলেন, বেলুচিস্তানের সঙ্গে পাঞ্জাবের সংযোগকারী একটি মহাসড়কে জঙ্গিরা বাস, ট্রাক এবং ভ্যান থামিয়ে কমপক্ষে ২২ জনকে হত্যা করে। এ সময় আরো পাঁচজন আহত হয়।
তিনি আরো বলেন, নিহতদের মধ্যে ১৯ জন পাঞ্জাবি এবং তিনজন বেলুচ রয়েছে। তারা বেশিরভাগই
পাঞ্জাবি শ্রমিক।
সারাবাংলা/ইআ