Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অভিষেকেই এন্ড্রিকের গোলে রিয়ালের স্বস্তির জয়

স্পোর্টস ডেস্ক
২৬ আগস্ট ২০২৪ ০৯:১৩

লা লিগার প্রথম ম্যাচে সেভাবে নিজেদের মেলে ধরতে পারেনি ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। পয়েন্ট হারিয়ে লা লিগার শুরুটা একদমই ভালো হয়নি রিয়াল মাদ্রিদের। তবে দ্বিতীয় ম্যাচে দারুণভাবেই ঘুরে দাঁড়িয়েছে রিয়াল। ভায়াদোলিদকে ৩-০ গোলে হারিয়ে বড় জয় পেয়েছে তারা। রিয়ালের হয়ে নিজের অভিষেক ম্যাচেই গোল পেয়েছেন তরুণ ব্রাজিলিয়ান তারকা এন্ড্রিক।

সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের শুরুতেই দলকে এগিয়ে নিতে পারতেন কিলিয়ান এমবাপে। তবে ভায়াদোলিদ কিপার দারুণ এক সেভে তাকে গোলবঞ্চিত করেন। ১৬ মিনিটে গোলের সুযোগ নষ্ট করেন ভায়াদোলিদের মাচিসও। প্রথমার্ধে আর তেমন কোন সুযোগ পায়নি দুই দলের কেউই। গোলশূন্যভাবে শেষ হয় প্রথম ভাগ।

বিজ্ঞাপন

দ্বিতীয়ার্ধের শুরুতেই ডেডলক ভাঙ্গেন রিয়ালের ফেদ্রিকো ভালভার্দে। রদ্রিগোর বাড়ানো বলে দলকে এগিয়ে দেন ভালভার্দে। ৮৮ মিনিটে লিড দ্বিগুণ করেন ব্রাহিম দিয়াজ। মিলতাওয়ের অ্যাসিস্টে দলকে স্বস্তির জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান তিনি। ৯৬ মিনিটে রিয়ালের হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমেই গোলের দেখা পান এন্ড্রিক। দিয়াজের বাড়ানো বলে বক্সের বাইরে থেকে দুজন ডিফেন্ডারকে কাটিয়েই বল জালে জড়িয়ে উল্লাসে মাতেন এই ব্রাজিলিয়ান।

শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। এই জয়ে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে উঠে এল রিয়াল।

সারাবাংলা/এফএম

টপ নিউজ রিয়াল মাদ্রিদ লা লিগা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর