আনসারদের বিক্ষোভে রাতেও অবরুদ্ধ সচিবালয়, জরুরি বৈঠকে ৫ উপদেষ্টা
২৫ আগস্ট ২০২৪ ২১:৪১ | আপডেট: ২৬ আগস্ট ২০২৪ ০০:১৯
ঢাকা: চাকরি স্থায়ীকরণের দাবিতে সচিবালয় ঘিরে রেখেছেন আনসার বাহিনীর সদস্যরা। বিক্ষোভকারীদের একাংশ ঢুকে পড়েছেন সচিবালয়ে। সকাল থেকেই সাধারণ আনসার বাহিনীর সদস্যদের আন্দোলনের মুখে সচিবালয়ের সবগুলো গেট বন্ধ করে রাখা হয়েছিল। একই পরিস্থিতি অব্যাহত ছিল রাতেও।
এদিকে আনসারদের দাবির মুখে রোববার (২৫ আগস্ট) সন্ধ্যায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অধীন সাধারণ আনসার সদস্যদের দাবি-দাওয়ার বিষয়ে সুপারিশ প্রণয়নের লক্ষ্যে কমিটি গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় এ তথ্য জানায়। তবে এতেও সন্তুষ্ট না হয়ে আনসার বাহিনীর সদস্যরা তাদের কর্মসূচি অব্যাহত রাখেন। এরপর আরও চার উপদেষ্টাকে নিয়ে জরুরি বৈঠকে বসেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে রোববার রাত ৮টায় শুরু হয় বৈঠক। রাত ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বৈঠক চলছিল।
বৈঠকে উপস্থিত উপদেষ্টাদের মধ্যে আছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। আরেক উপদেষ্টার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। বৈঠকে আছেন আনসার বাহিনীর ১০ সদস্য।
জানা গেছে, আনসার সদস্যদের দাবি-দাওয়া নিয়ে এ বৈঠক থেকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। আনসার বাহিনীর দাবি মেনে নিতে সরকারের কিছুটা সময় লাগবে বলেও এ বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে। এ ছাড়া জাতীয়করণ করতে আইনি প্রক্রিয়া এবং সংকট নিয়েও আলোচনা হতে পারে বৈঠকে।
এর আগে সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরেক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অধীন সাধারণ আনসার সদস্যদের দাবি-দাওয়ার বিষয়ে সুপারিশ প্রণয়নের লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে।
এদিকে রাতে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যখন বৈঠক চলছে, বাইরে তখন আনসার সদস্যরা অবস্থান অব্যাহত রেখে বিক্ষোভ করছেন। রাত ৯টার সময়ও সচিবালয়ের অনেক কর্মকর্তা-কর্মচারীই অবরুদ্ধ রয়েছেন। সচিবালয়ের সবগুলো গেট বন্ধ রয়েছে। পেছনের ওয়াচ টাওয়ার দিয়ে উঁচু দেওয়াল টপকে বাইরে বের হতে দেখা গেছে এপিবিএন সদস্যসহ সাধারণ মানুষকে।
সচিবালয়ে অবরুদ্ধ এ পরিস্থিতিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন সচিবালয়ের নারী কর্মকর্তা-কর্মচারীরা। তারা বলছেন, বাসায় গিয়ে রান্নাসহ অন্য কাজগুলো করার কথা তাদের। অনেকের বাসায় শিশু সন্তান রয়েছে। কিন্তু তারা রাতেও অবরুদ্ধ হয়ে রয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে এক এপিবিএন সদস্য বলেন, সকাল থেকেই ডিউটি করছি। সারা দিন খাবার খাইনি। খাবার আসতেও পারেনি। এখন বাধ্য হয়েই দেওয়াল টপকে বের হব।
আরেক কর্মচারী বলেন, কখন বের হতে পারব জানি না। সবকিছু অনিশ্চিত হয়ে পড়েছে। আমরা সকাল থেকেই বন্দি। ভেতরে পর্যাপ্ত খাবার নেই। তারা বের হওয়ার জন্য নিরাপত্তা বাহিনীকে অনুরোধ করলেও গেট খুলে দিচ্ছেন না।
সারাবাংলা/জেআর/টিআর