Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘পরিবারতন্ত্র’ ভেঙে চট্টগ্রাম চেম্বারে নতুন নির্বাচন দাবি

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ আগস্ট ২০২৪ ২১:১৭

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ‘পরিবারতন্ত্র, স্বৈরশাসন ও ভোটবিহীন’ হওয়া বর্তমান কমিটি বাতিল করে নির্বাচনের দাবি জানিয়েছে চট্টগ্রামের বঞ্চিত ব্যবসায়ী ফোরাম।

রোববার (২৫ আগস্ট) সকালে নগরীর আগ্রাবাদে চেম্বার ভবনের সামনে আয়োজিত অবস্থান কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়।

ব্যবসায়ীদের অভিযোগ, চট্টগ্রামের ব্যবসায়ীদের অন্যতম ও শতবর্ষী এ বাণিজ্য প্রতিষ্ঠানকে পারিবারিক সংগঠন বানিয়ে ফেলা হয়েছে। সংগঠনের সাবেক দুই সভাপতি এম এ লতিফ ও মাহবুবুল আলম চট্টগ্রাম চেম্বারকে পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত করেছেন। ব্যবসায়ীদের সুযোগ না দিয়ে নিজেদের ছেলে, মেয়ে ও জামাতাদের সুযোগ দিয়েছেন তারা। ফলে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছেন ব্যবসায়ীরা।

চট্টগ্রামের বঞ্চিত ব্যবসায়ী ফোরামের আহ্বায়ক এস এম সাইফুল আলম বলেন, ‘চট্টগ্রাম চেম্বার কোনো পারিবারিক প্রতিষ্ঠান নয়। কিন্তু বিগত কমিটিগুলো এটাকে পারিবারিক সংগঠন বানিয়ে ফেলেছে। সংগঠনে ব্যবসায়ীদের সুযোগ না দিয়ে ছেলে, মেয়ে ও জামাতাদের সুযোগ দেওয়া হয়েছে। আসল ব্যবসায়ীরা সুযোগ পাননি।’

‘ঐতিহ্যবাহী চিটাগাং চেম্বার অব কমার্সকে ১৭ বছর ধরে স্বৈরশাসনের আজ্ঞাবহ করে রাখা হয়েছে। স্বৈরশাসন ও পরিবারতন্ত্র দিয়ে সাধারণ ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত করা হয়েছে। আমরা চাই, ব্যবসাবান্ধব চিটাগাং চেম্বারের ভূমিকা নিশ্চিত করতে নতুন কমিটি গঠনের করা হোক।’

চেম্বারকে সংস্কারের দাবি জানিয়ে তিনি আরও বলেন, ‘পরিবারতন্ত্রের কবলে পড়ে চট্টগ্রাম চেম্বার দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারেনি। তাই ভোটবিহীন নির্বাচিত বর্তমান চেম্বার পরিচালনা পর্ষদকে পদত্যাগ করতে হবে। চেম্বারকে সংস্কার করতে হবে। পরিবারতন্ত্রের কবলে পড়ে চিটাগাং চেম্বার ব্যবসায়ীদের কথা বলতে পারেনি। তাদের বলয়ের বাইরের কারোর চেম্বারের পরিচালক পদে নির্বাচিত হওয়ার সুযোগ ছিল না। তাই এবার সম্মান থাকতে পদত্যাগ করুন। তা না হলে আমরা বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করব।’

বিজ্ঞাপন

বাংলাদেশ গার্মেন্টস অ্যাকসেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএপিএমইএ) পরিচালক শহিদুল ইসলাম চৌধুরী বলেন, ‘সাবেক দুই সভাপতি এম এ লতিফ ও মাহবুবুল আলম ১৭ বছর ধরে চট্টগ্রাম চেম্বারকে স্বৈরশাসনের আজ্ঞাবহ ও পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত করেছেন। ফলে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছেন ব্যবসায়ীরা। তাই সাবেক দুই সভাপতির কবল থেকে চট্টগ্রাম চেম্বারকে মুক্ত করে সাধারণ ব্যবসায়ীদের প্রতিনিধিত্বশীল চেম্বারে পরিণত করতে হবে।;

সংগঠনের আহ্বায়ক এস এম সাইফুল আলমের সভাপতিত্বে ও সদস্য সচিব শহিদুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্য জামাল উদ্দিন বাবলু, ফাল্গুনী ট্রেডার্সের ব্যবস্থাপনা পরিচালক ইসমাইল খান, বন্দর ট্রাক-কাভারভ্যান মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সোহেল, সিএন্ডএফ ব্যবসায়ী শওকত আলী, সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক জাহিদুল করিম কচি, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শাহনওয়াজ, বিজিএমইএ’র পরিচালক আবছার হোসেন, সদস্য সাইফুল ইসলাম, এস এম হক ও রিয়াজুদ্দিন বাজার বণিক সমিতির সভাপতি ছালামত আলী।

সারাবাংলা/আইসি/পিটিএম

চট্টগ্রাম চেম্বার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর