Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত করার কাজ করছে অন্তর্বর্তী সরকার’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ আগস্ট ২০২৪ ১৮:১৩

ঢাকা: যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেছেন, ‘বাংলাদেশের যুব সমাজের ক্রীড়া প্রতি আগ্রহ রয়েছে। পূর্ববর্তী আওয়ামী লীগ সরকার ক্রীড়াঙ্গনে সর্বস্তরে দুর্নীতি করেছে। আমাদের সরকার ক্রীড়াঙ্গনকে দুর্নীতি ও রাজনীতি মুক্ত করার কাজ করছে।’

রোববার (২৫ আগস্ট) জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার দফতরের এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান রোরি মুঙ্গোভেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার সঙ্গে সচিবালয়ে সৌজন্য দেখা করেন।

বিজ্ঞাপন

বৈঠকে তিনি বলেন, ‘দেশে চলমান বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় যুব উন্নয়ন অধিদফতরের রেজিস্টার্ড ৮৫০০টি যুব সংগঠন বন্যা পরিস্থিতি মোকাবিলায় নিরন্তর কাজ করে যাচ্ছে।’

উপদেষ্টা আরও বলেন, ‘শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। দায়িত্ব নেওয়ার পর তাজরীন ফ্যাশন এবং রানা প্লাজা ট্রাজিডিতে হতাহতদের সঙ্গে আলোচনা করা হয়েছে। দেশের অর্থনৈতিক সচল রাখতে অন্যতম হাতিয়ার আমাদের শ্রমিকরা কিন্তু আমাদের শ্রমিক ভাইরা তাদের অধিকার তাদের ন্যায্য অধিকার প্রপ্তিতে বঞ্চিত। তাদের অধিকার নিশ্চিত করা আমাদের প্রাথমিক লক্ষ্য। তাদের জীবনমান উন্নয়নে আমাদের আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজন।’

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার দফতরের প্রতিনিধি দলকে সাক্ষাতের জন্য ধন্যবাদ জানান উপদেষ্টা।

সারাবাংলা/জেআর/এমও

অন্তর্বর্তী সরকার ক্রীড়াঙ্গন রাজনীতিমুক্ত