ম্যাচ সেরার প্রাইজমানি বন্যার্তদের দান করলেন মুশফিক
২৫ আগস্ট ২০২৪ ১৮:২২ | আপডেট: ২৫ আগস্ট ২০২৪ ২১:৩৬
ইতিহাস গড়া এক জয় দিয়েই পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জিতেছে বাংলাদেশ। এই জয়ের অন্যতম নায়ক মুশফিকুর রহিম। ১৯১ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে দলের জয়ের ভিত গড়ে দিয়েছেন তিনিই। ম্যাচসেরা হয়ে মুশফিক বলেছেন, এই প্রাইজমানি বাংলাদেশে চলমান বন্যায় ক্ষতিগ্রস্থদের দান করবেন তিনি।
ম্যাচের প্রথম ইনিংসে ক্রিজে নেমে দারুণ এক ইনিংস খেলে বাংলাদেশকে লিড এনে দিয়েছিলেন মুশফিক। ডাবল সেঞ্চুরি অল্পের জন্য মিস করলেও তার ১৯১ রানের ইনিংসেই ৫০০ পেরোয় বাংলাদেশের ইনিংস। শেষ পর্যন্ত ১০ উইকেটের জয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ওই ইনিংসের জন্য ম্যাচ সেরা হয়েছে মুশফিক।
ম্যাচ সেরা হয়ে মুশফিক বলছেন, এই প্রাইজমানি বন্যার্তদের দান করবেন তিনি, ‘এটা আমার অন্যতম সেরা ইনিংস। এই সিরিজের আগে সবার ভালো প্রস্তুতি ছিল। আমি সবার কাছে কৃতজ্ঞ। আমি আমার সেরাটাই দেওয়ার চেষ্টা করি। দেশের হয়ে ভালো করা আমাকে উদ্বুদ্ধ করে। আমি এই প্রাইজমানিটা বাংলাদেশে হওয়া বন্যায় আক্রান্তদের দান করতে চাই।’
সারাবাংলা/এফএম