Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আওয়ামী লীগের প্রচার সম্পাদক গোলাপ গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ আগস্ট ২০২৪ ১৭:২০ | আপডেট: ২৫ আগস্ট ২০২৪ ১৯:০৮

ঢাকা: আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং মাদারীপুর-৩ (কালকিনি-ডাসার-সদর একাংশ) আসনের সাবেক সংসদ সদস্য আবদুস সোবহান গোলাপকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৫ আগস্ট) রাজধানীর ১২/১ পশ্চিম নাখালপাড়ার বাসা থেকে তাকে গ্রেফতার করে তেজগাঁও থানা পুলিশ। এর আগে, তার বাসা ঘিরে রাখে শিক্ষার্থীরা। পরে পুলিশ পশ্চিম নাখালপাড়ার বাসায় গিয়ে তাকে গ্রেফতার করে।

ডিএমপির মিডিয়া বিভাগের অতিরিক্ত উপ কমিশনার ওবায়দুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আবদুস সোবহান গোলাপকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তীতে তাকে আদালতে নেওয়া হবে।’

আবদুস সোবহান মিয়া গোলাপ ২০১৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী হিসেবে নিযুক্ত ছিলেন। তিনি আওয়ামী লীগের দফতর সম্পাদকের দায়িত্বও পালন করেছেন। ২০১৮ সালের ডিসেম্বরে আওয়ামী লীগের মনোনয়নে মাদারীপুর-৩ আসন থেকে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন তিনি।

জমি দখল করে নিজ নামে শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করার অভিযোগে গোলাপের বিরুদ্ধে ৫টি মামলা রয়েছে। এছাড়াও কোটাবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর গুলি চালানোর নির্দেশনা দেওয়ার মামলার আসামিও তিনি। তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে সে বিষয়ে পুলিশ বিস্তারিত জানায়নি।

সারাবাংলা/ইউজে/এমও

আওয়ামী লীগ টপ নিউজ প্রচার সম্পাদক