Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গৌরনদীতে বাস-মাহিন্দ্রার সংঘর্ষে মা-ছেলে নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ আগস্ট ২০২৪ ১৭:০৯ | আপডেট: ২৫ আগস্ট ২০২৪ ১৭:১১

বরিশাল: বরিশালের গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রার সংঘর্ষে মা ও ছেলে নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় গুরুত্বর আহত ছয়জনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতদের সবাই মাহিন্দ্রার যাত্রী ছিলেন।

রোববার (২৫ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার মাহিলারা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সুমি আক্তার (৩০) ও তার শিশু ছেলে আজমাইন (৪)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বরিশাল থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়া যমুনা লাইনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সুমি আক্তার ও তার ছেলে আজমাইনের মৃত্যু হয়। এছাড়া, মাহিন্দ্রায় থাকা আরো ছয় যাত্রী আহত হয়েছেন।

গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় ঘাতক বাসটি জব্দ ও তার চালক সুজনকে আটক করা হয়েছে বলেও জানান ওসি।

সারাবাংলা/ইআ

টপ নিউজ মা- ছেলে নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর