‘গতিহীন’ প্রগতি সরণি
৪ জুন ২০১৮ ১৭:৪২ | আপডেট: ৪ জুন ২০১৮ ১৭:৪৪
বছর জুড়ে চলছে রাজধানীর কুড়িল-প্রগতি সরণির খোঁড়াখুড়ির কাজ। সমন্বয়হীন এসব খোঁড়াখুঁড়ির কারণে দুর্ভোগে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। শুরু হলেও শেষ হচ্ছে না কাজ। কোথাও রাস্তা খুঁড়ে ফেলে রাখা হয়েছে তো কোথাও রাস্তার ওপর রাখা হয়েছে ইট-পাথরের স্তুপ। ছবি তুলেছেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান।
খোঁড়া-খুঁড়ির পর কাজ শেষ না করেই ফেলে রাখা হয়েছে।
মাঝ রাস্তায় স্তুপ করে রাখা হয়েছে এরকম খোয়া-বালুর স্তুপ।
সারাবাংলা/এমআই