Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৯৫ মিনিটের গোলে ইউনাইটেডকে হারালো ব্রাইটন

স্পোর্টস ডেস্ক
২৪ আগস্ট ২০২৪ ১৯:৫১

ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে ব্রাইটনের মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ৯৪ মিনিট পর্যন্ত ১-১ গোলে সমতা থাকলেও ৯৫ মিনিটে হোয়াও পেদ্রোর গোলে দারুণ এক জয় পেয়েছে ব্রাইটন। ২-১ গোলের এই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষেই থাকল তারা।

ম্যাচের শুরু থেকেই ঘরের মাঠে ইউনাইটেডকে চাপে রেখেছিল ব্রাইটন। ৩২ মিনিটে লিড পায় ব্রাইটন। মিতোমার পাসে বুদ্ধিদীপ্ত ফিনিশিংয়ে ব্রাইটনকে এগিয়ে দেন ড্যানি ওয়েলব্যাক। এটি তার ক্যারিয়ারের ১০০তম গোল। এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় ব্রাইটন।

বিজ্ঞাপন

দ্বিতীয়ার্ধে গোল শোধের জন্য মরিয়া ইউনাইটেড একের পর এক আক্রমণে ব্যস্ত রাখে ব্রাইটনকে। অবশেষে ৬০ মিনিটে ম্যাচে ফেরে ইউনাইটেড। মাজরাউইর দারুণ এক পাসে বল জালে জড়ান আমাদ দিয়ালো। ৭২ মিনিটে ম্যাচে এগিয়ে গিয়েছিল ইউনাইটেড। তবে গার্নাচোর গোল ভিএআরের সাহায্য নিয়ে বাতিল করেন রেফারি। একটা সময় মনে হচ্ছিল ড্র দিয়েই শেষ হবে ম্যাচ।

তবে ৯৪ মিনিটে ব্রাইটনকে দারুণ এক জয় এনে দেন পেদ্রো। আদিনগ্রার কর্নার থেকে পাওয়া বল দারুণ এক হেডে জালে জড়িয়ে ব্রাইটনকে টানা দ্বিতীয় জয় এনে দেন তিনি। ২-১ গোলের জয় নিয়ে ২ ম্যাচে ৬ পয়েন্টে পয়েন্ট তালিকার শীর্ষেই রইল তারা।

সারাবাংলা/এফএম

টপ নিউজ প্রিমিয়ার লিগ ব্রাইটন ম্যানচেস্টার ইউনাইটেড

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর