Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৭ বছর পর মিন্টু ও তার স্ত্রী-ছেলের ব্যাংক হিসাব সচল

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ আগস্ট ২০২৪ ১৯:১৫

ঢাকা: বিএনপির ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আউয়াল মিন্টু, তার স্ত্রী নাসরিন ফাতেমা আউয়াল ও ছেলে তাবিথ আউয়ালের সব ব্যাংক হিসাব ১৭ বছর পর সচল করা হলো। শনিবার (২৪ আগস্ট) সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, বৃহস্পতিবার (২৩ আগষ্ট) জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা শাখা থেকে (সিআইসি) এ সংক্রান্ত একটি চিঠি বাংলাদেশ ব্যাংকের পাঠানোর পরিপ্রেক্ষিতে এসব ব্যাংক হিসাব সচল করা হয়েছে। গত মঙ্গলবার ব্যাংক হিসাব স্থগিতাদেশ প্রত্যাহার চেয়ে আবদুল আউয়াল মিন্টু আইনজীবীর মাধ্যমে এনবিআর চেয়ারম্যানকে চিঠি দেন। সেই চিঠির আইনগত দিক পর্যালোচনার পর তার ব্যাংক হিসাব অবমুক্তের আদেশ দেওয়া হয়।

বিজ্ঞাপন

বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে করা দুর্নীতির মামলার পরিপ্রেক্ষিতে মিন্টু ও তার পরিবারের ব্যাংক হিসাব জব্দের আদেশ দেওয়া হয়। তত্ত্বাবধায়ক সরকারের শাসনামলে ২০০৭ সালের ১ আগস্ট আব্দুল আউয়াল মিন্টুসহ তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব করা হয়েছিল।

আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বহুবার এনবিআরে আব্দুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব সচলের আবেদন করলেও তা করা হয়নি।

এর আগে, গত ১৯ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সব ব্যাংক হিসাব প্রায় ১৭ বছর পর সচল করা হয়।

সারাবাংলা/জিএস/এমও

আব্দুল আউয়াল মিন্টু ব্যাংক হিসাব সচল

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর