চট্টগ্রামে থানায় হামলা: ১ মামলায় আসামি ৪০ হাজার
২৪ আগস্ট ২০২৪ ১৮:৪৬
চট্টগ্রাম ব্যুরো: ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার সরকারের পতনের পর চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানায় হামলা-অগ্নিসংযোগ এবং অস্ত্র-গুলি লুটের অভিযোগে একটি মামলা দায়ের হয়েছে। এতে ত্রিশ থেকে চল্লিশ হাজার অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।
শুক্রবার (২৪ আগস্ট) রাতে কোতয়ালি থানার পরিদর্শক (তদন্ত) রিপন কুমার দাশ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম ওবায়েদুল হক মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহারে বলা হয়েছে, দুষ্কৃতিকারীরা থানায় হামলা করে লুটপাট ও অগ্নিসংযোগ করে থানার গুরুত্বপূর্ণ নথি ও বিভিন্ন মামলার আলামত নষ্ট করেছে। এ সময় থানার অস্ত্র ও গোলাবারুদ লুট হয়েছে।
এতে আসামিদের বিরুদ্ধে ১৮৬০ সালের পেনাল কোড আইনের বিভিন্ন ধারায় ও বিশেষ ক্ষমতা আইনে অভিযোগ লিপিবদ্ধ করা হয়েছে। গত ৫ আগস্ট সরকার পতনের পর বিজয় উল্লাসের মধ্যে চট্টগ্রামের কোতোয়ালী থানায় হামলার ঘটনা ঘটে।
সারাবাংলা/আরডি/পিটিএম