Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বান্দরবানে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ আগস্ট ২০২৪ ১৮:৫৮

বান্দরবান: বান্দরবানে গোয়ালিয়াখোলা এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ে নানা অনিয়ম, দুর্নীতি এবং বৈষম্য সৃষ্টির অভিযোগে প্রধান শিক্ষক সাধন চন্দ্র সুশীলকে দায়িত্ব থেকে অপসারণের জন্য মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

শ‌নিবার (২৪ আগস্ট) সকালে বান্দরবান গোয়ালিয়াখোলা ইউনিয়নের মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গ‌নে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব‌্যানা‌রে বিদ‌্যাল‌য়ের শিক্ষক, অভিভাবক ও ছাত্র-ছাত্রীরা এ মানববন্ধন ক‌রে।

বিজ্ঞাপন

এসময় তারা বলেন, ‘প্রধান শিক্ষক স্কুলের ছাত্র-ছাত্রীদের থেকে বিভিন্ন সময় কৌশলে মোটা অংকের টাকা আত্মসাৎ করা ছাড়াও স্কুলের একাউন্ট থেকে সভাপতির স্বাক্ষর জালিয়াতি করে চেকের মাধ্যমে অনেক টাকা আত্মসাৎ করেছে। এছাড়াও আরেও অনেক অনিয়মের অভিযোগ রয়েছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে।’

এসব অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব‌্যবস্থা নেওয়ার দা‌বিও জানান তারা।

সারাবাংলা/এমও

অপসারণের দাবি মানববন্ধন

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর