দুর্দান্ত মুশফিক-মিরাজে লিড নিয়ে চা বিরতিতে গেল বাংলাদেশ
২৪ আগস্ট ২০২৪ ১৫:৫৮ | আপডেট: ২৪ আগস্ট ২০২৪ ১৬:১২
চতুর্থ দিনের প্রথম সেশনে লিটন দাসকে হারালেও মুশফিকুর রহিমের দুর্দান্ত এক সেঞ্চুরিতে দারুণভাবেই লড়ে যাচ্ছে বাংলাদেশ। প্রথম সেশনের মতো দ্বিতীয় সেশনটাও বাংলাদেশের। এই সেশনে একটি উইকেটও হারায়নি বাংলাদেশ। মুশফিক-মিরাজের দারুণ এক জুটির সুবাদে পাকিস্তানের প্রথম ইনিংসের স্কোর পেরিয়ে গেছে বাংলাদেশ। চা বিরতিতে যাওয়ার আগেই তাই ৪৭ রানের লিড নিয়েছেন শান্তরা। দ্বিতীয় সেশন শেষে বাংলাদেশের স্কোর ৬ উইকেটে ৪৯৫ রান। মুশফিক অপরাজিত আছেন ১৭৩ রানে, মিরাজ করেছেন ৫০ রান।
প্রথম সেশনেই সেঞ্চুরি তুলে নিয়েছিলেন মুশফিক। দ্বিতীয় সেশনে সেই রানকে আরও বাড়িয়ে নিয়ে গেছেন তিনি। মুশফিক পার করেছেন ১৫০ রানও। প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে পাকিস্তানের মাটিতে ১৫০ রান পেরোলেন মুশফিক। মুশফিক করেছেন আরেকটি রেকর্ডও। বিদেশের মাটিতে বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ রানের মালিক এখন মুশফিক। মুশফিক ছাড়িয়ে গেছেন তামিম ইকবালকে। তামিমের রান ছিল ২৩২৯, মুশফিকের রান এখন ২৩৬৩ রান।
মুশফিকের সাথে দারুণভাবে ব্যাট করছেন মিরাজও। তিনিও তুলে নিয়েছেন হাফ সেঞ্চুরি। এই দুইজনের জুটি এখন ১৬৩ রানের। ৭ম উইকেটে এটিই বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ জুটি। এই জুটিতেই লিড নিয়েছেন বাংলাদেশ। চা বিরতির আগে লিড দাঁড়িয়েছে ৪৭ রান।
এদিকে চতুর্থ দিনের শুরুতেই প্যাভিলিয়নে ফেরেন লিটন। আগের দিনের থেকে বেশি রান আর যোগ করতে পারেননি তিনি। ৫৬ রানে নাসিম শাহর বলে রিজওয়ানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।
লিটন ফিরলেও এক প্রান্ত আগলে রেখে লড়াইটা চালিয়ে গেছেন মুশফিক। সেশনের বাকিটা সময় আর বিপদ হতে দেননি মুশফিক-মিরাজ জুটি। দারুণ সব শট খেলে রানের গতিও ধরে রেখেছেন। মাঝে একবার আউটও হয়েছিলেন, তবে রিভিউ নিয়ে বেঁচে গিয়েছেন। লাঞ্চের ঠিক আগে সেঞ্চুরি তুলে নিয়ে উল্লাসে ভাসেন মুশফিক। এটি তার ক্যারিয়ারের ১১তম টেস্ট সেঞ্চুরি। পাকিস্তানের বিপক্ষে এটি মুশফিকের প্রথম। সেঞ্চুরির দিক দিয়ে টেস্টে তার সামনে আছেন শুধুই মোমিনুল হক।
বিস্তারিত আসছে…
সারাবাংলা/এফএম