Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতের সঙ্গে ‘গোপন চুক্তি’ বাতিলের দাবি রিজভীর

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ আগস্ট ২০২৪ ১৪:৫১ | আপডেট: ২৪ আগস্ট ২০২৪ ১৬:৪৪

ঢাকা: বিগত ১৫ বছরে পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে যে সমস্ত ‘গোপন চুক্তি’ হয়েছে, সেগুলো বাতিলের দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (২৪ আগস্ট) কাফরুল থানা বিএনপির উদ্যোগে ছাত্র আন্দোলনে নিহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।

রিজভী বলেন, ‘ভারতের এক অভিনেত্রী কয়েকদিন আগে বলেছেন- একটা দেশ ছিল ভারতের পক্ষে সেটাও হাতছাড়া হয়ে গেছে। একটা দেশ ছিল না, একজন ব্যক্তি ছিল ভারতের পক্ষে। কারণ, ওই ব্যক্তি এদেশের গণতন্ত্র হত্যা করেছে, একচেটিয়া ভোট করে নিজেদের লোককে এমপি বানিয়েছে, গণতন্ত্রকে কবরস্থানে পাঠিয়েছে। সেই শেখ হাসিনাকে ভারত সমর্থন করে, বাংলাদেশকে সমর্থন করে না, বাংলাদেশের জনগণকে সমর্থন করে না।’

ভারতের উদ্দেশে তিনি বলেন, ‘তারা কি জানেন না, গত ১৫ বছরে শেখ হাসিনা বাংলাদেশের জনগণকে কী পরিমাণ অত্যাচার করেছে? তারা কি জানেন না ২০১৪, ২০১৮, ২০২৪ এ প্রহসনের নির্বাচন করেছে? তারপরও তার প্রতি তাদের এত দরদ কেন? তারা কি বাংলাদেশকে, বাংলাদেশের স্বাধীনতাকে মর্যাদা দিতে চায় না? তারা কি বাংলাদেশের জনগণের ইচ্ছা ও অনিচ্ছার গুরুত্ব দিতে চায় না?’

রিজভী বলেন, ‘বিএনপি ভদ্রলোকদের দল, বিএনপি জনগণের দল, বিএনপি দেশের খেটে খাওয়া শ্রমজীবী মানুষের দল। বিএনপি গুন্ডা পাণ্ডাদের দল না, বিএনপি সন্ত্রাসীদের দল না। বিএনপি বিগত ১৫ বছর সীমাহীন অত্যাচার, নির্যাতন সহ্য করেছে। বিএনপি নেতারা বছরের পর বছর গুম হয়ে থেকেছে। তারপরও গণতান্ত্রিক সংগ্রাম করেছে।’

তিনি বলেন, ‘যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনীতি বিশ্বাস করে, তারেক রহমানের আদর্শকে বিশ্বাস করে, তাদেরকে এই সমাজের শান্তির শৃঙ্খলা রক্ষা করতে হবে। বাড়ি দখল, ঘর দখল, গোয়াল ঘর থেকে গরু নিয়ে যাওয়া— এইটা ছিল শেখ হাসিনার ১৫ বছরের আওয়ামী সংস্কৃতি। এই সংস্কৃতি বিএনপি পুনরাবৃত্তি করবে না।’

বিজ্ঞাপন

আকরাম হোসেনের বাবুলের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তরের আহবায়ক সাইফুল আলম নিরব, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য তারিকুল আলম তেনজিং, মাহবুবুল ইসলাম, যুবদলের সাবেক সহ-সভাপতি রুহুল আমিন আকিল, মেহেবুব মাসুম শান্ত, জাকির হোসেন, তালুকদার রুমী প্রমুখ।

সারাবাংলা/এজেড/এনইউ

টপ নিউজ রিজভী

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর