Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১১তম টেস্ট সেঞ্চুরিতে মুশফিকের রেকর্ড

স্পোর্টস ডেস্ক
২৪ আগস্ট ২০২৪ ১৩:২৪ | আপডেট: ২৪ আগস্ট ২০২৪ ১৪:৫১

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের চতুর্থ দিনে সেঞ্চুরি তুলে নিয়েছে মুশফিকুর রহিম। লাঞ্চের ঠিক আগে দুর্দান্ত এক শতক পেয়েছেন মুশফিক। আর এই সেঞ্চুরিতেই মুশফিক গড়েছেন নতুন রেকর্ড। বাংলাদেশের হয়ে দেশের বাইরে সবচেয়ে বেশি সেঞ্চুরি করার রেকর্ড এখন তারই।

নিজের টেস্ট ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি পেয়েছেন মুশফিক। দেশের মাটিতে তার সেঞ্চুরি ৬টি, দেশের বাইরে ৫টি। বাংলাদেশের হয়ে এতদিন বিদেশের মাটিতে সবচেয়ে বেশি সেঞ্চুরি ছিল যৌথভাবে তামিম ইকবাল ও মুশফিকের। ৪টি সেঞ্চুরি ছাপিয়ে মুশফিকের এখন ৫টি সেঞ্চুরি দেশের বাইরে।

বিজ্ঞাপন

বাংলাদেশের হয়ে টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরির মালিক এখন মুশফিক। ১২ সেঞ্চুরি নিয়ে সবার উপরে আছেন মোমিনুল হক।

পাকিস্তানের বিপক্ষে এর আগে টেস্টে সেঞ্চুরির দেখা পাননি মুশফিক। এবার প্রথমবারের মতো সাদা পোশাকে পাকিস্তানের বিপক্ষে তিন অংকের দেখা পেলেন তিনি।

টেস্টে সবশেষ ২০২৩ সালের ৪ এপ্রিল মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি পেয়েছিলেন মুশফিক। প্রায় দেড় বছর পর আবার টেস্টে সেঞ্চুরি পেলেন তিনি। ২০৮ বলে ১২ চারে সাজানো ইনিংসে ১০১ রানে অপরাজিত আছেন মুশফিক।

সারাবাংলা/এফএম

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ মুশফিকুর রহিম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর