Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুশফিকের দুর্দান্ত সেঞ্চুরিতে লিডের পথে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
২৪ আগস্ট ২০২৪ ১৩:০৩ | আপডেট: ২৪ আগস্ট ২০২৪ ১৩:৩২

লিটন-মুশফিকের দারুণ এক জুটিতে তৃতীয় দিনশেষে ভালো অবস্থানে ছিল বাংলাদেশ। চতুর্থ দিনের প্রথম সেশনে লিটন ফিরলেও মুশফিক এক প্রান্ত আগলে রেখে লড়াইটা দারুণভাবেই চালিয়ে যাচ্ছেন। মেহেদি মিরাজকে সাথে নিয়ে মুশফিক বাংলাদেশকে এগিয়ে নিচ্ছেন প্রথম ইনিংসে লিডের দিকে। লাঞ্চ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৩৮৯ রান। দুর্দান্ত সেঞ্চুরি করেছেন মুশফিক, অপরাজিত আছেন ১০১ রানে। অন্য প্রান্তে থাকা মিরাজ করেছেন ১৭ রান। প্রথম ইনিংসে পাকিস্তানের চেয়ে এখন ৫৯ রানে পিছিয়ে বাংলাদেশ।

বিজ্ঞাপন

চতুর্থ দিনের শুরুতেই প্যাভিলিয়নে ফেরেন লিটন। আগের দিনের থেকে বেশি রান আর যোগ করতে পারেননি তিনি। ৫৬ রানে নাসিম শাহর বলে রিজওয়ানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

লিটন ফিরলেও এক প্রান্ত আগলে রেখে লড়াইটা চালিয়ে গেছেন মুশফিক। সেশনের বাকিটা সময় আর বিপদ হতে দেননি মুশফিক-মিরাজ জুটি। দারুণ সব শট খেলে রানের গতিও ধরে রেখেছেন। মাঝে একবার আউটও হয়েছিলেন, তবে রিভিউ নিয়ে বেঁচে গিয়েছেন। লাঞ্চের ঠিক আগে সেঞ্চুরি তুলে নিয়ে উল্লাসে ভাসেন মুশফিক। এটি তার ক্যারিয়ারের ১১তম টেস্ট সেঞ্চুরি। পাকিস্তানের বিপক্ষে এটি মুশফিকের প্রথম। সেঞ্চুরির দিক দিয়ে টেস্টে তার সামনে আছেন শুধুই মোমিনুল হক।

অন্য প্রান্তে মুশফিককে দারুণ সহযোগিতা করছেন মিরাজ। এই জুটি এখন পর্যন্ত তুলেছে ৫৭ রান। পাকিস্তানের করা প্রথম ইনিংস থেকে আর মাত্র ৫৯ রান পিছিয়ে আছে বাংলাদেশ।

সারাবাংলা/এফএম

টপ নিউজ বাংলাদেশ-পাকিস্তান সিরিজ

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর