Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মালিতে বন্যায় ৩০ জনের মৃত্যু, জরুরি অবস্থা

আন্তর্জাতিক ডেস্ক
২৪ আগস্ট ২০২৪ ১১:৪৮ | আপডেট: ২৪ আগস্ট ২০২৪ ১৪:২৩

মালিতে কয়েক সপ্তাহের ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছে। এ অবস্থায় দেশটির সরকার শুক্রবার (২৩ আগস্ট) জরুরি অবস্থা ঘোষণা করেছে।

মালিতে জুন থেকে বন্যা শুরু হয়েছে। দেশব্যাপী প্রায় সাত হাজার ৭৭টি পরিবার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ৪৭ হাজার ৩৭৪ জন বাস্তুচ্যুত হয়েছে। মন্ত্রিসভার বিশেষ বৈঠকের পর সরকার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।

দেশটির রাজধানী বামাকোতে, প্রায় ৫৬৩ পরিবার এবং চার হাজার ৬৩৯ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। পাঁচজন মারা গেছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তরের গাও অঞ্চল। সেখানে ৯ হাজার ৯৩৬ জন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ছয়জনের মৃত্যু হয়েছে।

পুরো সাহেল জুড়ে ভারী বৃষ্টিপাত হয়েছে। বন্যায় প্রতিবেশি নাইজারে ২১৭ জন এবং চাদে কয়েক ডজন মানুষের মৃত্যু হয়েছে।

এই অবস্থায় মালির মন্ত্রিসভা প্রয়োজনীয় খাবার মজুত করতে এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করার জন্য চার বিলিয়ন সিএফএ ফ্রাঙ্ক (৭ মিলিয়ন ডলার) বরাদ্দ করেছে।

সারাবাংলা/ইআ

টপ নিউজ বন্যায় প্রাণহানি মালিতে বন্যা

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর