Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১০১ মিনিটের গোলে জয় দিয়ে মৌসুম শুরু লেভারকুসেনের

স্পোর্টস ডেস্ক
২৪ আগস্ট ২০২৪ ০৯:৪১

গত মৌসুমে রূপকথার গল্প লিখে জার্মান লিগ শিরোপা জিতেছিল তারা। এই রূপকথা লেখার সময় বেয়ার লেভারকুসেন অনেকগুলো ম্যাচই জিতেছিল অন্তিম মুহূর্তের গোলে। এবারের লিগের শুরুটাও তারা করল একইভাবে। লিগের প্রথম ম্যাচে ১০১ মিনিটের মাথায় গোল করে বরুশিয়া মগ্লাডবাখকে ৩-২ গোলে হারিয়ে জয় দিয়েই মৌসুম শুরু করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

ম্যাচের ১২ মিনিটের মাথায় এগিয়ে গিয়েছিল লেভারকুসেন। গ্রানিত শাকার গোলে লিড নেয় তারা। ৩৮ মিনিটের মাথায় লিড দ্বিগুণ করেন ফ্লোরিয়ান উইর্টজ। দুই গোলের লিড নিয়েই বিরতিতে যায় লেভারকুসেন।

বিজ্ঞাপন

বিরতির পর অবশ্য দারুণভাবেই ঘুরে দাঁড়িয়েছে মগ্লাডবাখ। ৫৯ মিনিটে এক গোল শোধ করেন নিকো এলভেদি। ৮৫ মিনিটে ম্যাচে সমতা আনেন টিম ক্লেনডেস। ইনজুরি ও নানা কারণে খেলা বন্ধ থাকায় নির্ধারিত ৯০ মিনিটের সাথে রেফারি যোগ করেছিলেন আর দীর্ঘ অতিরিক্ত সময়।

সেই অতিরিক্ত সময়ের ১১ মিনিটের মাথায় পেনাল্টি পায় লেভারকুসেন। পেনাল্টি থেকে গোল করে দলকে দুর্দান্ত এক জয় এনে দেন উইর্টজ।

শেষ পর্যন্ত ৩-২ গোলের জয় দিয়েই লিগ শুরু করল লেভারকুসেন।

সারাবাংলা/এফএম

টপ নিউজ বুন্দেসলিগা বেয়ার লেভারকুজেন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর