বন্যা ষড়যন্ত্র কি না, তদন্ত করে দেখব: উপদেষ্টা আসিফ
২৪ আগস্ট ২০২৪ ০০:৪১ | আপডেট: ২৪ আগস্ট ২০২৪ ০২:৪৭
নোয়াখালী: দেশের পূর্ব, উত্তরপূর্ব ও দক্ষিণপূর্বাঞ্চলে যে বন্যা দেখা দিয়েছে, তা দেশকে ঐক্যবদ্ধ করেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
তিনি বলেন, বাংলাদেশে সৃষ্ট বন্যা সমস্যা ষড়যন্ত্র কি না, তা আমরা তদন্ত করে দেখব। তবে এটুকু বলতে পারি, বন্যা আমাদের ঐক্যবদ্ধ করেছে। ফ্যাসিস্ট সরকার গত ১৬ বছরে বাংলাদেশকে যেভাবে নষ্ট করেছে, রাষ্ট্রের সব অঙ্গকে ধ্বংস করে দিয়েছে, অকার্যকর করে রেখেছে; সেখান থেকে মুক্তি পেতে হলে এমন ঐক্যবদ্ধ বাংলাদেশই আমাদের প্রয়োজন।
শুক্রবার (২৩ আগস্ট) রাত ৯টায় নোয়াখালীর জেলা প্রশাসক কার্যালয়ে বন্যা পরিস্থিতি সম্পর্কিত আলোচনা সভায় উপদেষ্টা এসব কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, আমরা বলছি সিস্টেমকে সংস্কার (রিফর্মেশন) করব। ওপর থেকে নিচ পর্যন্ত সিস্টেম ঠিক করতে হবে। বর্তমানে আমরা একটি বিপৎকাল (বন্যা) পার করছি। এই বিপদ উত্তরণের পর আমরা সংস্কার হাত দেবো। ছাত্ররা রাষ্ট্রব্যবস্থা সংস্কারের জন্য লড়াই করেছে, ক্ষমতার পালাবদলের জন্য নয়।
বন্যা পরিস্থিতি থেকে উত্তরণে সবার সহযোগিতা কামনা করে উপদেষ্টা আসিফ বলেন, নোয়াখালী উপকূলীয় অঞ্চল। এখানকার মানুষ প্রাকৃতিক দুর্যোগ বিষয়ে সচেতন। আমরা চাই সবাই মিলে কাজ করব। অন্য জেলার মানুষও নোয়াখালীতে সাহায্যের হাত বাড়িয়ে দিতে এসেছে। আপনারা তাদের সহযোগিতা করবেন। সবাই মিলে কাজ করলে তবেই আমরা দ্রুত সংকট কাটিয়ে উঠতে পারব।
জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানের সভাপতিত্বে সভায় সেনাবাহিনীর ১৬ পদাতিকের সিইও লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল উদ্দিন ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামানসহ জেলার বিভিন্ন দফতরের প্রধান, গণমাধ্যম কর্মী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
এর আগে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বেগমগঞ্জে উপজেলার টেকনিক্যাল স্কুল আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন। সেখানে যারা আশ্রয় নিয়েছেন তাদের সঙ্গে কথা বলেন এবং খোঁজখবর নেন। আশ্রয়কেন্দ্রের বাসিন্দাদের পুনর্বাসন ও সরকারি সহায়তার বিষয়ে আশ্বস্ত করেন তিনি।
সারাবাংলা/টিআর
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উপদেষ্টা আসিফ মাহমুদ টপ নিউজ নোয়াখালী বন্যার্ত যুব ও ক্রীড়া উপদেষ্টা