Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক বিচারপতি মানিক সিলেট সীমান্তে আটক

সিনিয়র করেসপন্ডেন্ট
২৪ আগস্ট ২০২৪ ০০:১১ | আপডেট: ২৪ আগস্ট ২০২৪ ০১:৪৩

শুক্রবার রাতে সিলেটের সীমান্ত এলাকা থেকে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করে বিজিবি। ছবি: সামাজিক যোগাযোগমাধ্যম থেকে

ঢাকা: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে সিলেট সীমান্ত থেকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সিলেটের কানাইঘাট সীমান্ত এলাকা দিয়ে ‘ভারতে পালানোর সময়’ শুক্রবার (২৩ আগস্ট) রাত ১১টা ২০ মিনিটে তাকে আটক করা হয় বলে বিজিবি জানিয়েছে।

রাত পৌনে ১২টার দিকে বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তাকে সাবেক এই বিচারপতিতে আটক করা হয়েছে বা কোনো মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে কি না, এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।

এদিকে সাবেক বিচারপতি মানিককে আটকের সময়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে দেখা যায়, বিজিবি সদস্যদের প্রশ্নের জবাবে তিনি নিজের পরিচয় দেন। বলেন, প্রশাসনের ভয়ে তিনি দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছিলেন।

আওয়ামী লীগ সরকারকে সবসময় সমর্থন দিয়ে আলোচিত ছিলেন আপিল বিভাগের সাবেক এই বিচারপতি। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য করায় গত সোমবার (১৯ আগস্ট) তার বিরুদ্ধে নোয়াখালীর আদালতে মামলা করেছেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান পলাশ।

একই অভিযোগে বৃহস্পতিবার (২২ আগস্ট) ঢাকার একটি আদালতে আরেকটি মামলা করেছেন মো. জিয়াউল হক নামে এক আইনজীবী। এ মামলায় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুকেও আসামি করা হয়েছে। ‘মানহানির’ অভিযোগে বিবাদীদের কাছে ৩০০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন বাদী। শুনানি নিয়ে মামলাটি তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন বিচারক।

বিজ্ঞাপন

মামলা দুটির এজাহার থেকে জানা যায়, ২০২২ সালে একটি টিভি চ্যানেলের আলোচনা অনুষ্ঠানে জিয়াউর রহমানকে ‘রাজাকার ও যুদ্ধাপরাধী’ বলে অভিহিত করেন সাবেক বিচারপতি মানিক। অন্যদিকে গত বছর এক সেমিনারে তিনি বলেন, ‘জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন না, ছিলেন পাকিস্তানের চর’। তার এসব বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

সবশেষ গত জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলন চলাকালে চ্যানেল আইয়ের এক টকশোতে উপস্থাপকের সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে ব্যাপক সমালোচিত হয়েছিলেন সাবেক বিচারপতি মানিক।

সারাবাংলা/ইউজে/টিআর

টপ নিউজ বিজিবি শামসুদ্দিন চৌধুরী মানিক সাবেক বিচারপতি সিলেট সীমান্ত