Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেনাসহ বিভিন্ন বাহিনীর এক দিনের বেতন ত্রাণ তহবিলে জমা

সিনিয়র করেসপন্ডেন্ট
২৪ আগস্ট ২০২৪ ০০:১১

ঢাকা: ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে বাংলাদেশ সেনাবাহিনীসহ বিভিন্ন বাহিনী তাদের কর্মীদের একদিনের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দিয়েছেন।

শুক্রবার (২৩ আগস্ট) আইএসপিআর থেকে জানানো হয়েছে, বাংলাদেশ সেনাবাহিনীর সব পদবির সেনাসদস্যদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ বন্যার্তদের সহযোগিতায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দেওয়া হয়েছে। সম্প্রতি ফেনী, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, সুনামগঞ্জ, হবিগঞ্জে চলমান ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে মানবতার সেবায় এ অর্থ দেওয়া হয়।

বিজ্ঞাপন

উল্লেখ্য, বন্যাকবলিত এলাকায় সেনাসদস্যরা সক্রিয় ভূমিকা পালনের পাশাপাশি একটি মহতি উদ্যোগে সরাসরি সম্পৃক্ত হলো।

বন্যার্তদের সহায়তায় নৌ বাহিনীর সদস্যদের ১ দিনের বেতনও প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেওয়া হয়েছে জানায় আইএসপিআর।

এদিকে বন্যার্তদের সহায়তায় বিজিবির সব সদস্যের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম।

অন্যদিকে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান নগদ ও বিকাশ কর্তৃপক্ষ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তাদের সব কর্মীর এক দিনের সমপরিমাণ বেতনের টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দিয়েছেন।

আরও অনেক প্রতিষ্ঠান তাদের কর্মীদের এক দিনের বেতনের সমপরিমাণ টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দিয়েছেন বলে জানা গেছে।

এর আগে, শুক্রবার (২৩ আগস্ট) সকালে প্রধান উপদেষ্টার প্রেসউইং থেকে পাঠনো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্য-সহায়তা করতে অনেকেই আগ্রহ প্রকাশ করছেন। বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর এ আগ্রহকে সরকার স্বাগত জানায়। আগ্রহী ব্যক্তিরা প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে সহায়তার অর্থ পাঠাতে পারবেন।

বিজ্ঞাপন

প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলের হিসাবটি খোলা হয়েছে সোনালী ব্যাংকে। হিসাবের বিস্তারিত— হিসাবের নাম: ‘প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল’ ব্যাংক: সোনালী ব্যাংক কর্পোরেট শাখা, প্রধান উপদেষ্টার কার্যালয়। হিসাব নম্বর: ০১০৭৩৩৩০০৪০৯৩

এই তহবিলের অর্থ ত্রাণ ও কল্যাণ কাজে ব্যয় করা হবে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ হিসাবে পাঠানো অর্থ সরকার কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করে এর যথাযথ হিসাব সংরক্ষণ করবে।

সারাবাংলা/ইউজে/এমও

একদিনের বেতন ত্রাণ তহবিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর