Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্ষমতা ছাড়তে না চাওয়ার কালচার বন্ধ করতে চাই: ধর্ম উপদেষ্টা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ আগস্ট ২০২৪ ১৯:২০

চট্টগ্রাম ব্যুরো: অন্তর্বর্তী সরকার দেশে ক্ষমতা ছাড়তে না চাওয়ার ‘কালচার’ বন্ধ করতে চায় বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। শুক্রবার (২৩ আগস্ট) দুপুরে চট্টগ্রাম নগরীর হালিশহরে হযরত উসমান জামে মসজিদে জুমার নামাজের আগে খুতবায় একথা বলেন।

সমবেত মুসল্লিদের উদ্দেশে উপদেষ্টা বলেন, ‘মানুষ বিগতদিনে ভোট দিতে পারেনি। কোনো দল একবার ক্ষমতায় এলে আর ক্ষমতা ছাড়তে চায় না। আমরা এ কালচার বন্ধ করতে চাই। পলিটিক্যাল কালচার রিফর্ম করতে চাই। জাতিকে একটি সৌহার্দ্যপূর্ণ রাষ্ট্র উপহার দিতে চাই।’

বিজ্ঞাপন

‘অন্তর্বর্তী সরকারের প্রথম কাজ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় আনা। এরপর প্রাতিষ্ঠানিক সংস্কারের কাজে হাত দেওয়া হবে। সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী দলের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণের মাধ্যমে এ সরকারের কাজ শেষ হবে’, বলেন ধর্ম উপদেষ্টা।

দেশের অর্থনৈতিক অবস্থা তুলে ধরে উপদেষ্টা বলেন, ‘বর্তমানে দেশের রিজার্ভ একেবারে তলানিতে। এ অবস্থায় অর্থসংশ্লিষ্ট নতুন কোনো প্রকল্প গ্রহণ বা অন্য কোনো কাজে হাতে দেওয়া সম্ভব নয়। আশার কথা হলো রেমিট্যান্সের প্রবাহ বৃদ্ধি পেয়েছে। দেশের অর্থনীতি শক্তিশালী হলেই আমরা উন্নয়নমূলক কর্মকাণ্ড শুরু করবো।’

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের কঠোর হাতে দমনের আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিবর্তিত পরিস্থিতিতে কিছু দুর্বৃত্ত হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানদের ধর্মীয় উপাসনালয় ও ঘরবাড়িতে হামলা-ভাঙচুর করেছে। দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য পরিকল্পিতভাবে বিদেশি কিছু মিডিয়াতে প্রোপাগান্ডাও চালানো হয়েছে। তবে যারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে, তাদের সরকার কঠোর হাতে দমন করবে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশে রোজা ও পূজা একইসময়ে পালিত হয়, এতে কোনো সমস্যা নেই। সবাই তার নিজের ধর্ম স্বাধীনভাবে পালন ও প্রচার করবে। এটা সবার নাগরিক অধিকার।’

বিজ্ঞাপন

ধর্ম উপদেষ্টা আরও বলেন, ‘ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে প্রথম সভায় আমি বলে দিয়েছি- আমি দুর্নীতি করি না, ঘুষ খাই না। আমার মন্ত্রণালয়কে আমি দুর্নীতিমুক্ত করতে চাই। এ মন্ত্রণালয়ের কেউ দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

খুতবার পর ধর্ম উপদেষ্টা ওই মসজিদে ইমাম হিসেবে নামাজ আদায় করেন।

সারাবাংলা/আরডি/এমও

ক্ষমতা ধর্ম উপদেষ্টা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর