Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বন্যাকবলিত চট্টগ্রামে ৫ প্রাণহানির তথ্য প্রশাসনের

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ আগস্ট ২০২৪ ১৮:৪৪ | আপডেট: ২৪ আগস্ট ২০২৪ ০০:৩৬

চট্টগ্রামের ফটিকছড়িতে বন্যায় পানিবন্দি হয়েছে হাজারও পরিবার। ছবি: শ্যামল নন্দী/ সারাবাংলা

চট্টগ্রাম ব্যুরো: কিছু কিছু স্থানে পানি নামতে শুরু করলেও বন্যা পরিস্থিতি এখনো প্রায় অপরিবর্তিত চট্টগ্রামে। এর মধ্যেই বন্যার পানিতে ডুবে ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জেলায় অন্তত পাঁচজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে প্রশাসন।

বন্যায় প্রাণহানির শিকার পাঁচজন ফটিকছড়ি, রাঙ্গুনিয়া, মীরসরাই ও হাটহাজারী উপজেলার বাসিন্দা। এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ফটিকছড়িতে দুজনের মৃত্যুর তথ্য জানালেও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তিনজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। এর মধ্য একজনের তথ্য এখনো পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

ফটিকছড়ির ইউএনও মোজাম্মেল বলেন, ‘দাঁতমারা, নারায়নহাট ও ভুজপুরে ইউনিয়নের এক শিশুসহ তিনজনের মৃত্যুর খবর আমরা পেয়েছি। তারা বানের পানিতে ভেসে গিয়েছিল।’

আরও পড়ুন- প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে অর্থ পাঠাবেন যেভাবে

বৃহস্পতিবার দুপুরে রাঙ্গুনিয়ার দক্ষিণ রাজানগর ইউনিয়নের বাসিন্দা মো. রনি (১৭) বাঁশের ভেলা বানিয়ে তিন বন্ধুকে নিয়ে স্থানীয় বিলে নামে। পরে প্রবল স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হয় সে। খবর পেয়ে সঙ্গে সঙ্গেই সেখানে হাজির হন ফায়ার সার্ভিসের কর্মীরা। সন্ধ্যা পর্যন্ত দুই দফা উদ্ধার অভিযান চালান তারা। সন্ধ্যা হয়ে যাওয়ায় উদ্ধার অভিযান স্থগিত করা হয়। পরে রাত সাড়ে ১১টার দিকে ওই বিল থেকেই রনির মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

এদিকে হাটহাজারী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিয়াউর রহমান সাকিব (২২) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ আগস্ট) সকালে উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ইউসুফ চৌধুরীর বাড়িতে এ ঘটনা ঘটে।

এ ছাড়া ফটিকছড়ি উপজেলায় প্রবল স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হওয়া মো. সামি (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা।

বিজ্ঞাপন

শুক্রবার সকালে মীরসরাই উপজেলার হাইতকান্দি এলাকায় পানিতে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত তরুণের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের সঙ্গে বৈদ্যুতিক তার জড়িয়ে থাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন বলে ধারণা করছেন স্থানীয়রা।

চট্টগ্রাম জেলা প্রশাসনের তথ্য বলছে, জেলায় বন্যায় ৫০ হাজার ৭০৬টি পরিবারের প্রায় দুই লাখ ৬২ হাজার ৪০০ মানুষ পানিবন্দি। বন্যায় মীরসরাই ও ফটিকছড়ি উপজেলার ৫৯০ কিলোমিটার রাস্তা ও ১২৫টি কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। ফটিকছড়ি উপজেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৩৬৫টি নলকূপ ও এক হাজার ৫৩৭টি ল্যাট্রিন।

সারাবাংলা/আইসি/টিআর

টপ নিউজ পানিতে ডুবে মৃত্যু ফটিকছড়ি বন্যা বন্যায় প্রাণহানি বন্যায় মৃত্যু বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর