Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয়করণের দাবিতে চট্টগ্রামে আনসার সদস্যদের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ আগস্ট ২০২৪ ১৭:৩৯ | আপডেট: ২৩ আগস্ট ২০২৪ ২১:৫১

চট্টগ্রাম ব্যুরো: চাকরি জাতীয়করণের দাবিতে চট্টগ্রাম নগরীতে বিক্ষোভ করছে আনসার সদস্যরা।

শুক্রবার (২৩ আগস্ট) দুপুরে নগরীর আসকারদীঘির পাড় এলাকায় অবস্থিত চট্টগ্রাম জেলা কমান্ড্যান্ট আনসার-ভিডিপি কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন তারা।

এদিন দুপুর আড়াইটার দিকে হাজার খানেক আনসার সদস্য মিছিল নিয়ে এসে আসকারদীঘির পাড় এলাকায় জড়ো হন। এসময় তারা ‘এক দফা এক দাবি, জাতীয়করণ করতে হবে, আমাদের দাবি মানতে হবে, আমি কে তুমি কে, আনসার আনসার’-এ ধরণের বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

এসময় আনসার সদস্যরা রাস্তার ওপর অবস্থান নিলে কাজীর দেউড়ী ও জামালখান এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সেনাবাহিনীর সদস্যরা অনাকাঙ্খিত ঘটনা এড়াতে রাস্তায় অবস্থান নেন। বিকেল তিনটা ৪০ মিনিটের দিকে আনসার সদস্যরা রাস্তা থেকে সরে দাঁড়ালে যান চলাচল স্বাভাবিক হয়। তবে আনসার সদস্যরা রাস্তা ছাড়লেও কার্যালয়ের সামনে বিক্ষোভ করছেন।

মো. রিয়াজ নামে এক আনসার সদস্য সারাবাংলাকে বলেন, ‘আমরা বৈষম্যের শিকার হচ্ছি। আমরা কোনো বৈষম্য মানি না। আনসারকে জাতীয়করণ করতে হবে। দেশের ক্রান্তিকালে আমরাই কাজ করেছি। অথচই আমরাই আজ বৈষম্যের শিকার।’

সুকুমার ধর নামে আরেক আনসার সদস্য সারাবাংলাকে বলেন, ‘আনসার বাহিনীর প্রত্যেক সদস্যকে জাতীয়করণের আওতায় নিয়ে আসতে হবে। এটাই আমাদের দাবি। দাবি মেনে নেওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।’

আনসার বাহিনীর চট্টগ্রাম জেলা কমান্ড্যান্ট এ এইচ এম সাইফুল্লাহ হাবিব সারাবাংলাকে বলেন, ‘আমরা তাদের সঙ্গে বসেছি। সেনাবাহিনীও আছে। দাবির ব্যাপারে আমরা তাদেরকে আশ্বস্ত করেছি। তাদের যে দাবি সেটা আমরা সদর দফতরে পাঠিয়েছি।’

বিজ্ঞাপন

সারাবাংলা/আইসি/এমও

আনসার জাতীয়করণের দাবি টপ নিউজ বিক্ষোভ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর