Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডুবে গেছে রাঙ্গামাটির ঝুলন্ত সেতু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ আগস্ট ২০২৪ ১৫:৩৩ | আপডেট: ২৩ আগস্ট ২০২৪ ১৮:০৯

প্রবল বর্ষণ আর পাহাড়ি ঢলে রাঙ্গামাটির আইকনিক ঝুলন্ত সেতুটি পানিতে ডুবে গেছে। ছবি: সারাবাংলা

রাঙ্গামাটি: প্রায় এক সপ্তাহের টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলের সঙ্গে উজান তথা ভারত থেকে নেমে ঢলে পানি বেড়েছে কাপ্তাই হ্রদে। এতে ডুবে গেছে ‘সিম্বল অব রাঙ্গামাটি’খ্যাত রাঙ্গামাটির পর্যটন ঝুলন্ত সেতু।

শুক্রবার (২৩ আগস্ট) সকাল থেকে হ্রদে পানি বেড়ে যাওয়ার কারণে সেতুর ওপর দিয়ে পর্যটক ও স্থানীয়দের চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে পর্যটন সেতু কর্তৃপক্ষ।

সংশ্লিষ্টরা জানান, বৃহস্পতিবার (২২ আগস্ট) দিবাগত মধ্যরাতের দিকে কাপ্তাই হ্রদের পানি বেড়ে ঝুলন্ত সেতুটি ডুবে যায়। সেতুর পাটাতন এখন প্রায় ছয় ইঞ্চি পানির নিচে। ডুবে যাওয়ায় উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সেতুটিতে পর্যটকদের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ রাখা হয়েছে পর্যটন সেতুতে প্রবেশ টিকিট বিক্রিও।

এদিকে কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের নিয়ন্ত্রণ কক্ষ (কন্ট্রোল রুম) সূত্র জানিয়েছে, শুক্রবার দুপুর ২টায় কাপ্তাই হ্রদে পানির উচ্চতা ছিল ১০৬ দশমিক ০৬ এমএসএল (মিনস সি লেভেল)।

রাঙ্গামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা জানান, উজান থেকে নেমে আসা পানি বেড়ে যাওয়ায় সেতুটি ডুবে গেছে। দর্শনার্থীদের জন্য চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে। মেরামত কাজ চলছে। পানি কমে গেলে আবারও দর্শনার্থীদের জন্য সেতুটি খুলে দেওয়া হবে।

১৯৮৩ সালে রাঙ্গামাটি জেলা শহরের তবলছড়ি এলাকায় দুই দ্বীপের মধ্যে সেতু নির্মাণ করে বাংলাদেশ পর্যটন করপোরেশন। ‘সিম্বল অব রাঙ্গামাটি’ হিসেবে এটি দেশে-বিদেশে সমাদৃত। কাপ্তাই হ্রদের স্বাভাবিক জলসীমার নিচেই সেতুটি নির্মিত হওয়ায় প্রতিবছরই হ্রদে পানি বাড়লে ডুবে যায় সেতুটি।

বিজ্ঞাপন

পর্যটনসংশ্লিষ্ট ও প্রকৌশলীরা জানিয়েছেন, সেতুটির উচ্চতা বাড়ানোর সুযোগ নেই। সেতুটি উঁচু করতে চাইলে নতুন করে তৈরি করতে হবে।

সারাবাংলা/টিআর

ঝুলন্ত সেতু টপ নিউজ রাঙ্গামাটি

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর