চা বিরতির আগে সাদমানের সেঞ্চুরি মিসের আক্ষেপ
২৩ আগস্ট ২০২৪ ১৬:৪৫ | আপডেট: ২৩ আগস্ট ২০২৪ ২১:৩৪
পাকিস্তানের দেওয়া বড় স্কোরের জবাব দিতে গিয়ে তৃতীয় দিনের সকালে দুই উইকেট হারিয়েছিল বাংলাদেশ। তবে একপ্রান্ত আগলে রেখে মোমিনুল হককে নিয়ে লড়াইটা করছিলেন সাদমান ইসলাম। দ্বিতীয় সেশনে তার দুর্দান্ত এক ইনিংসেই দারুণ লড়াই চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। চা বিরতির ঠিক আগে সেঞ্চুরি মিসের আক্ষেপে পুড়তে হয়েছে সাদমানকে। বিরতির ঠিক আগের বলে ৯৩ রানে ফিরলে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ১৯৯ রান। এখনো পাকিস্তানের চেয়ে ২৪৯ রানে পিছিয়ে আছেন তারা।
লাঞ্চের পর মোমিনুলকে নিয়ে দারুণভাবেই এগিয়ে যাচ্ছিলেন সাদমান। মোমিনুল হাফ সেঞ্চুরি তুলে নেওয়ার পরপরই প্যাভিলিয়নে ফিরেছেন। ৫০ রান করে শাহজাদের বলে বোল্ড হন তিনি। তিনি ফিরলে ভাঙে ৯৬ রানের জুটি।
মোমিনুল ফিরলে মুশফিককে নিয়ে জুটি গড়েন সাদমান। এই সময় সেঞ্চুরির দিকেই এগিয়ে যাচ্ছিলেন তিনি। চা বিরতির ঠিক আগের বলে সেই শাহজাদের বলেই বোল্ড হন সাদমান। ১২ চারে সাজানো ইনিংসে ১৮৩ বলে ৯৩ রান করে সেঞ্চুরি মিসের আক্ষেপ নিয়েই প্যাভিলিয়নে ফিরেছেন তিনি। সাদমান ফিরলে ভাঙে ৫২ রানের জুটি।
তৃতীয় দিনের খেলার শুরুতেই জাকিরের উইকেট হারায় বাংলাদেশ। ১২ রানের মাথায় নাসিম শাহর বলে রিজওয়ানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন জাকির, দলের রান তখন ৩১। অধিনায়ক শান্তও বেশিক্ষণ টিকতে পারেননি। ব্যক্তিগত ১৬ ও দলীয় ৫৩ রানের মাথায় প্যাভিলিয়নে ফেরেন শান্তও। শাহজাদের বলে বোল্ড হয়েছেন তিনি।
জাকির-শান্ত ফিরলে তৃতীয় উইকেটে জুটি বেঁধেছেন মোমিনুল-সাদমান। এই দুই ব্যাটার দারুণভাবে সামলেছেন পাকিস্তান বোলারদের। দলের স্কোর ১০০ পেরিয়েছে এই জুটির সুবাদে।
সারাবাংলা/এফএম