বন্যা পর্যবেক্ষণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ‘সহায়তা সমন্বয় সেল’
২৩ আগস্ট ২০২৪ ১২:২১ | আপডেট: ২৩ আগস্ট ২০২৪ ১৩:৫৮
ঢাকা: দেশের ১১ জেলায় ছড়িয়ে বন্যা। এখন পর্যন্ত পরিস্থিতির খুব একটা উন্নতির লক্ষ্মণ নেই। এ পরিস্থিতিতে সহায়তা দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ ‘দুর্যোগ ব্যবস্থাপনা সহায়তা সমন্বয় সেল’ গঠন করেছে।
শুক্রবার (২৩ আগস্ট) জননিরাপত্তা বিভাগের যুগ্মসচিব মো. হারুন-অর-রশিদকে তত্ত্বাবধায়ক করে এই সেল গঠন করা হয়েছে। তিনি দৈনন্দিন কার্যক্রম তত্ত্বাবধান করবেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। দুযোর্গ ব্যবস্থাপনা সহায়তা সমন্বয় সেলে জরুরি যোগাযোগের জন্য যেসব টেলিফোন নম্বর রয়েছে সেগুলো হলো— ০২৪৭১১৮৭০০, ০২৪৭১১৮৭০১, ০২৪৭১১৮৭০২, ০২৪৭১১৮৭০৩, ০২৪৭১১৮৭০৪ ও ০২৪৭১১৮৭০৫। এই সেলে যোগাযোগের মোবাইল নম্বরগুলো হলো— ০১৩১৭৭৪৯৯৮০ ও ০১৮২০১১৭৭৪৪।
সমন্বয় সেল দুর্যোগ ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট সবার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষাসহ প্রাপ্ত তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করবে এবং সার্বক্ষণিক ফলোআপ করবে।
সারাবাংলা/জেআর/টিআর
টপ নিউজ বন্যা বন্যায় সহায়তা সহায়তা সমন্বয় সেল স্বরাষ্ট্র মন্ত্রণালয়