Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বন্যায় ৪০ উপজেলায় সহায়তা দিচ্ছে ১২০০ মেডিকেল টিম

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ আগস্ট ২০২৪ ১২:৫৯ | আপডেট: ২৩ আগস্ট ২০২৪ ১৭:৪৪

চট্টগ্রামের ফটিকছড়িতে বন্যায় পানিবন্দি হয়েছে হাজারও পরিবার। ছবি: শ্যামল নন্দী/ সারাবাংলা

ঢাকা: অতিবৃষ্টি আর পাহাড়ি ঢল থেকে দেশের চট্টগ্রাম ও সিলেট বিভাগে নেমে এসেছে আকস্মিক বন্যা। এতে ৪০টি উপজেলার ২৬০টি ইউনয়ন আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। আক্রান্ত এসব এলাকায় তাদের এক হাজার ১৯৬টি মেডিকেল টিম কাজ করছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বন্যাকবলিত এলাকায় পর্যাপ্ত পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটের সরবরাহ নিশ্চিত করা হয়েছে। হাসপাতালগুলোতে জরুরি মেডিকেল টিমসহ পর্যাপ্ত ওরাল স্যালাইন, কলেরা স্যালাইন ও অ্যান্টি-ভেনমসহ অন্যান্য ওষুধ রাখা হয়েছে।

বিজ্ঞাপন

বন্যা পরিস্থিতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় দুর্গত এলাকার সব স্বাস্থ্যকর্মী ও কর্মকর্তার ছুটি বাতিল করেছে। বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তাদের অন্যান্য বিভাগের সঙ্গে সমন্বয় করে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে মন্ত্রণালয় থেকে। বন্যা পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজরদারির মাধ্যমে পরিস্থিতি অবনতির ক্ষেত্রে অগ্রিম প্রস্তুতি নিতেও নির্দেশনা মন্ত্রণালয় দিয়েছে।

স্বাস্থ্য অধিদফতরে বন্যা নিয়ে কন্ট্রোল রুম খোলা হয়েছে (মোবাইল নম্বর ০১৭৫৯১১৪৪৮৮)। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, এর মাধ্যমে দেশের সব স্বাস্থ্য স্থাপনা সার্বক্ষণিক সংযুক্ত আছে। এ ছাড়াও সিভিল সার্জন কার্যালয় ও বিভাগীয় পরিচালকের (স্বাস্থ্য) কার্যালয়েও কন্ট্রোল রুম চালু আছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্য উপদেষ্টার নির্দেশে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদফতর সার্বক্ষণিকভাবে বন্যা পরিস্থিতির সার্বিক কর্মকাণ্ড তদারকি ও সমন্বয় করছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/টিআর

টপ নিউজ বন্যা মেডিকেল টিম স্বাস্থ্য অধিদফতর স্বাস্থ্য মন্ত্রণালয়

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর