চারঘাটের খোকন হত্যায় মামলায় ৯ জনের যাবজ্জীবন
২৩ আগস্ট ২০২৪ ০০:১৫ | আপডেট: ২৩ আগস্ট ২০২৪ ০১:৪৬
রাজশাহী: রাজশাহীর চারঘাটের খোকন আলী হত্যা মামলায় ৯ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত আসামিদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। অপরাধ প্রমাণিত না হওয়ায় ১৭ জন বেকসুর খালাস পেয়েছেন এই মামলায়।
বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেলে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মহিদুজ্জামান এ রায় ঘোষণা করেন। এ সময় দণ্ডপ্রাপ্ত আসামিরা উপস্থিত ছিলেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
এই মামলায় আসামি ছিলেন ২৭ জন। এর মধ্যে ৯ জনের সাজা ও ১৭ জনের বেকসুর খালাসের তথ্য আগেই বলা হয়েছে। বাকি একজন জামিনে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেছিলেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন— চারঘাট উপজেলার জোতকার্তিক আদর্শ গ্রামের আজগর আলীর ছেলে জিয়ারুল ইসলাম, মৃত এরফান আলীর ছেলে সেকেন্দার আলী ও হায়দার আলী, মৃত রফেজ উদ্দিনের ছেলে আশরাফ আলী, ফজলুল হকের ছেলে ফারুক হোসেন, নবীর উদ্দিনের ছেলে রনি, মৃত নূর মোহাম্মদের ছেলে ইমরান আলী, মৃত আফজ উদ্দিন শাহের ছেলে শাহজাহান আলী সাজু ও আবু বক্করের ছেলে মিলন আলী।
দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী এন্তাজুল হক বাবু বলেন, ২০২২ সালের ৬ রমজান বিকেলে চারঘাট উপজেলার নন্দনগাছী ইউনিয়নের একটি মসজিদ কমিটির ইফতার মাহফিল আয়োজন নিয়ে বিরোধের জেরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে খোকন আলী নিহত হন। ওই সংঘর্ষে আরও ৯ জন আহত হন। পরদিন নিহত খোকনে স্ত্রী রুপা বেগম বাদী হয়ে ৩৮ জনের নামে চারঘাট থানায় মামলা করেন। তবে তদন্ত শেষে পুলিশ ২৭ জন আসামিকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয়।
এর মধ্যে বিচার চলাকালে ইমাজ উদ্দিন নামের এক আসামির মৃত্যু হয়। পরে মামলায় মোট ২৭ জনের সাক্ষ্য নেন। এতে ৯ আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাদের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
সারাবাংলা/টিআর